আমাদের কথা খুঁজে নিন

   

about H.S.C. Examination 2008 from bd news24.com



ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গতবারের প্রায় দ্বিগুণ। সাত শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।

শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। দুপুর ২টা থেকে কেন্দ্রগুলো থেকে ফলাফল জানা যাবে। এছাড়া শিক্ষাবোর্ডের ওয়েব সাইট http://www.educationboard.gov.bd থেকেও পরীক্ষার ফল জানা যাবে। এবার সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় মোট পাসের হার ৭৬ দশমিক ১৯। যা গত বারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি।

নয় বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৫। গতবার এ সংখ্যা ছিল প্রায় অর্ধেক, ১১ হাজার ১৪০। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১০৮ জন। গতবার এ সংখ্যা ছিল ১০ হাজার ২০৫। সাত শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার ৪ লাখ ৯৬ হাজার ১৩৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৩৮২ জন।

নয় বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ২০-হাজার ৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। এ বছর নয় বোর্ডে ৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার এ সংখ্যা ছিল ৪৩৪। ৪১টি প্রতিষ্ঠান থেকে এবার কোনও পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বার ছিল ৬০টি। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমএ/এমআই/১২৫১ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।