/
হাঙরের মত সুন্দর প্রহেলিকা স্বপ্নেরা
বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে
সকাল বেলার পরিষ্কারকেরা ঝাঁট দিয়ে ফেলেছে মৃত কাক
গতকাল ছিল যা সফেদ কবুতর।
আমার স্বপ্নেরা ঘাই দিয়েছে ভরা দীঘিতে
ময়ুরপঙ্খী ঘোড়ার ফুলন্ত কেশরে কেশরে
ফোয়ারার ঝুড়ি দিয়ে বেরিয়েছে
রৌদ্রের ঘা খেয়ে অগ্নিবর্ষণ হয়ে নেমেছে
তাল
তাল
গোল
গোল
বড় বড় ফোস্কায় আপাদ ঘা হতে থাকে।
আগুনের আঁচে সোনালী খলবল ইলিশ
ঝাঁকে ঝাঁকে এদিক ওদিক ছিটকায়
ধুম্রের বিস্তীর্ণ কালো জলে পাখা লেজ পুচ্ছ বাধা পড়ে
সুতীক্ষ্ম ধারালো ফলায় রক্তের ক্ষীণ ধারা বয়।
স্বপ্নের প্রাসাদ বানালে তার ঠাঁই হয় ঢালাই মেশিনে
অনেক পুরাতন বলে ভেঙে মিশিয়ে দেয় বুলডোজার
আকাশ ছোঁয়ার সাধ ক্র্যাশল্যান্ডিং এ দুমড়ে মুচড়ে পড়ে।
রঙীন স্বপ্নদের মেলে দিয়েছিলাম রূপালী ফিতায়
মাকড়সারা সজীব অংশটুকু খেয়ে নেয় অকাতরে
খোলসটাকে পিঁপড়ের দল টানাটানি করতে ছাড়ে না।
লাল সবুজ স্বপ্নেরা উড়ে ওড়ে
কেউ গুলি করে দ্রিম দ্রিম
কিশোরী স্বপ্ন
.............বাল্য স্বপ্ন
...................যুবক স্বপ্ন
........................প্রৌঢ় স্বপ্ন
.............................পুরাতন স্বপ্ন
বলি হয়ে তারা পাশাপাশি শুয়ে থাকে গণকবরে
যাবতীয় পদদলনে আরো চেপে বসে উর্বর মাটি
নব অংকুরিত পাতা কেউ না বুঝেই ছিঁড়ে ফেলে
তবু গভীরে প্রোত্থিত থাকে অমর নিযুত শেকড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।