আমাদের কথা খুঁজে নিন

   

অতি প্রগলভ শতাব্দীর কবিতা / সিকদার আমিনুল হক

.... যদি হয়, হবে একা একা ...

অতি প্রগলভ শতাব্দীর কবিতা / সিকদার আমিনুল হক -------------------------- কবিতাকে থাকতে দাও একা, অস্পষ্ট আর পরস্ত্রীর মতো পবিত্র। মানুষের হাত, সে স্বচ্ছন্দ নামুক পাতালের নিচে, অন্ধকারে। পাল তোলার জন্যে কব্জির জোর এবং পাহাড়ে ওঠার জন্যে শক্ত গোড়ালি এখনও দরকার। কবিতা সে থাকুক কামনাদাত্রীর ওষ্ঠে, বগলের নিচের ছোট অন্ধকারে, এবং যার প্রণয়িনী নেই, পানশালায় তার শেষ পাত্রে। কবিতা তুমি উজ্জ্বল হও।

তুমি বাঁচো। এবং সুবিশাল নারীর প্রশস্ত নিতম্বের মতো দায়িত্ববোধে আবৃত হও! ...মানুষকে তর্ক করতে দাও। জুয়াখেলার ত্রুটি নিয়ে সে চালাক ছুরি। তার পথ ছেড়ে দাও। সমুদ্র আর বালির দ্বীপ তাকে ডাকে।

আসবাবের বার্নিশ তাকে দিক আত্মবিশ্বাস! গণিকার প্রণয়সঙ্গীতে সে টুকরো টুকরো করুক তার শৈশব স্মৃতি... কিন্ত্ত কবিতা, তুমি তো সম্রাট! তোমাকে নিয়ে গল্প করবে ক্ষত-বিক্ষত সৈনিক, যারা তোমাকে দ্যাখে না। তুমি সেই কিশোরীর অন্তর্বাস, বৃদ্ধেরা যার রঙ পর্যন্ত আঁচ করতে পারে না। বেতের চেয়ারে বসে যারা কেবল দীর্ঘশ্বাস ফেলে। কবিতা তুমি ওঠো! অগ্নিশিখা আর ক্রোধের মতো। পশুর মতো তোমার গর্জন।

গুম্ফার সন্ধ্যার মতো তুমি সমগ্র হও। এবং বিষণ্ণ, কবরের গোলাপের মতো। এবং যে-নারী প্রায়শ প্রতারণা করে, তার মতো তুমি সমস্ত রাত্রির জন্যে কামার্ত হও... !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।