আমাদের কথা খুঁজে নিন

   

আমি অসৎ, আমি অক্ষমতার চ্যাম্পিয়ন

আমি তোমাকে কবিতা দিলাম, কষ্ট দিলাম। ontim@yahoo.com

শোষনের নির্যাতনে গুইসাঁপের জিহ্বায় জিহ্বা ঠেকে গেছে, লালার আলিঙ্গনে পচনের পদযাত্রী আমার ঠোট, তাই প্রতিটি চুমুর আস্বাদনে শরীরে রক্তপাত। ভয়মিশ্রিত আমার সৌজন্য হাসিতে ঘৃনার বাসায়ও পেঁচার হানা, অনন্ত সাধনায় পাওয়া সততায় তীক্ষ নোঁখের গাথুনি, সে কারনেই আমি অসৎ বাঁচার তাগিদে। রাত্রিতে শেয়ালের চোখের ক্ষুদার্ত চাহুনিতে ছিড়ে যায় আমার বউয়ের সুঠাম স্তনআবৃত লাল ব্লাউজ, চুষে যায় আপাদমস্তক পিপাসার্ত শুয়রের মত। আর নিরুপায় আমি অক্ষমতার দৌড়ে চ্যাম্পিয়ন উপাধি নিয়ে সিংহের নিকট যাই বিচারের দাবিতে ধর্ষনকারীর ফাসিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।