LOVE / DEVOTION / FEELINGS / EMOTION
তারিখঃ ০৩.০৯.২০০৮
সময়ঃ সকাল ১১.৩০ টার সময়
স্থানঃ শাহজাহানপুর ক্রসিং (আউটার সার্কুলার রোড)।
আর সব অন্যদিনের মতই সকাল শুরু হয়েছিলো ভাইয়ার --
গোসল করে হাফ হাতা চেক শার্ট টা পড়ে রেডী। অফিসের পথে যাত্রা শুরু। যাওয়ার আগে একমাত্র ছেলেটিকে জড়িয়ে আদর দেয়া- বুড়ো বাবাকে সালাম দিয়ে সিড়ি বেয়ে তিন তলা থেকে নেমে রিক্সায় ওঠার আগে, বাড়ান্দায় দাড়ানো ভাবীর দিকে মমতা মাখা এক নজর চাহনি..... প্রতিদিনের রুটিন মতোন কাজ।
----------------------------------------------------------------------------------
মৌচাক- মালিবাগ মোড় পার হয়ে রিক্সা যাচ্ছিলো মতিঝিলের দিকে।
সাবধানী সওয়ার আরো বামে চলার জন্য রিক্সাওয়ালাকে অনুরোধ করলো। বাম পাশ ঘেঁসেই যাচ্ছিলো রিক্সা। এই মাত্র প্রতিযোগীতায় মত্ত দুইটা বলাকা সিটিং সার্ভিস বাস তাদের পাশ কাটিয়ে গেল.... ভাইয়া মনে মনে আল্লাহর নাম নিতে থাকলো কারন পিছেই ৬ নং রুটের বড় বাস বাম ঘেঁষে উপস্থিত।
যথারীতি: বড় বাস বলে কথা-- সে কেনো অন্য বাসের চেয়ে আস্তে যাবে ! দে টান............... টানের সাথে ভাইয়ার রিক্সার ডান অংশটুকুও বাসের সাথে আটকে গেল।
১০-১২ গজ হেঁচড়ানোর পর পরম করুনাময় ভাবলেন আর না।
এবার ছেড়ে দেয়া যেতে পারে........
ইতোমধ্যে ভাইয়া আমার রাস্তায় পড়ে........
----------------------------------------------------------------------------------
রাস্তায় ছিটানো দুটা মোবাইল, পনের হাজারের মতো টাকা, ৩টা পেনড্রাইভ..... চশমা ? ঐতো দুরেই পড়ে আছে তার চশমা.....দুমড়ানো, মোচড়ানো রিক্সাটা....
"ভাই আমাকে একটু ধরেন- হাসপাতালে নিয়া চলেন..... ভাই, কি দেখতাছেন, আমারে হাসপাতালে নিয়া চলেন"
সব্বাই রং দেখতাছে (রং-ই তো, ইতান তো আর ডেলি দেহন যায়না) !!
"ও ভাই, আমারে হাসপাতালে নিয়া চলেন (আমার ভাইয়ার রাস্তায় শুয়ে কাতর চিৎকার) " ভয়- পাছে অন্য গাড়ি এসে না বাকি কাম সাড়ে........
রিক্সাওয়ালা প্রানে বেঁচে যাওয়ায় রাস্তার মাঝখানেই দাড়িয়ে...(যারপর নাই হতভম্ব)। বুঝতে পারছেনা কি করা উচিৎ....
অন্য রিক্সা পাশ কাটিয়ে যাচ্ছে... কারো কোনও বিকার নাই। (আফসুস) !!!
দৌড়ে এলো পাশের "ভাই ভাই ইন্জিনিয়ারিং" থেকে ময়লা-জীর্ন জামায় কালি মাখানো সত্যিকারের দু'পেয়ে মানুষ।
সেই অশিক্ষিত নোংরা ছেলেটাই ভাইয়াকে দু'হাতে পরম মমতা ভরে ধরে কাছের হাসপাতালে নিয়ে গেল...........
----------------------------------------------------------------------------------
ভাইয়া আমার প্রানে বেঁচে গেছে...... !
(পরম করুনাময়ের কাছে অশেষ শুকরিয়া জানাই, সময় মতো একজন মানুষকে ওই মূহূর্তে ওখানে পাঠানোর জন্য)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।