আমাদের কথা খুঁজে নিন

   

শেষ শেষটায়!

ইমরোজ

আমার ভীষণ মন খারাপ, বৃষ্টি আসবে তাই... কোন স্মৃতি নিয়ে অথবা একরাশ বেদনা। আমার ভীষণ মন খারাপ, মনকে বুঝাতে পারলাম না...আমরা অথৈ জলের ঢেউ পাড় খুজে পাওয়া আমাদের মানায় না। আমি অলিখিত সন্ধানে এক নির্জন সন্ধ্যার অপেক্ষায় যখন ঝাড়বাতি দিয়ে নষ্টলোকের আলো জলে। আমি নতুন করে বাঁচবো বলে দূরে কোথাও যাই, অথবা পথের শেষে বারংবার হোচট খেয়ে পড়ি। আমার ভীষণ মন খারাপ, সত্যের পথে নিজেকে নিতে আজ অপারগ দুটি পা... আমি খুজে পেলাম না সত্যটা কী! দীর্ণ শহর ছুয়ে হাজারও বাতির কোলাহল, সর্প দংশনে আমার জীবন অনেক ক্লান্ত... আমি সত্যকে ভালোবেসে অন্ধকে মেনে নিয়ে পথে পা বাড়াই...সাথে চোখের জল... ছিটে পড়ে আলোকের বার্তা... আমি আঁধারের মানুষ আঁধার খুজে নেই। তোমাদের এই চারশ বছরের পুরনো শহর কীই বা দিতে পারল? নীল...গর্জন শব্দ...আর নোংরা পথের দিশায়? আমি রাস্তা দিয়ে আয়ুহীন হেটে গেলাম... জীবন্ত লাশ হয়ে...কারও চোখে পড়লো না? কবরের পাশে এপিটাফটায় আমার নাম... ছেড়া কাগজের অভিমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।