সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
আজকে (মানে শুক্রবারে) বিমা'র জন্মদিন। ব্লগে মনে হয় না বিমা'কে চিনে না এমন কেউ নাই। একের পর এক গানের লিরিক্স দিয়ে যাচ্ছে সে। অনেক গান বিমার কাছ থেকেই প্রথম শুনি আমি। পোলাডা ভালো গানও গায় নাকি! দেশে থাকতে নাকি টুকটাক সারেগামার প্র্যাকটিস করেছিলো গ্যারেজে বসে বসে! তারপর বেশি ত্যক্ত ব্যক্ত হয়ে ওরে ওর বাসা থেকে বহিস্কার করে বিদেশে পাঠিয়ে দেয়! এরপর থেকে বিমা কাউরে আর গান শোনাতে না পেরে ব্লগে এসে ঝাল মিটাচ্ছে!
পোলাটা আমার ব্যাচেরই। প্রথমে আপনি, তুমি আর এখন তুই তোকারি করে কথা বলি। ভালো পোলা! তয় আমার মত অতিশয় ভালো পোলা না আর কি!
শুভ জন্মদিন বিমা। ভালো থাকিস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।