আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
মুক্তি পাচ্ছে মানুষ (রাজনীতিবিদ)। ভাল লাগছে, মানুষ আনন্দ ফূর্তিতে মিছিল হচ্ছে, রাস্তায় মানুষের ঢল নামছে। শেখ হাসিনা, খালেদা জিয়া বড়-ছোট চোরের দল মুক্তি পেয়েছে। সামনে নির্বাচন আসছে।
এখন তত্বাবধায়ক সরকার কি নির্বাচন করার জন্য এদের মুক্তি দিচ্ছেন নাকি নির্বাচন পরবর্তি তাদের জীবন (পরিস্থিতি) ভয়ে ভীত হয়ে এদেরকে আগে ভাগে ছেড়ে দিচ্ছেন।
সুস্থ্য ও সুষ্ঠ্ নির্বাচনের জন্য সন্ত্রাসী-চাদাবাজ-খুনি-নরপশুদের ছেড়ে দেয়া কতটা জরুরী আমি জানি না। কিন্তু জানি অপরাধী যেই হোক না কেন তাকে সাজা পেতে হবে এবং পাওয়া উচিত। যদি তা না হয় তবে ন্যায় বিচার আবারও মুখ থুবড়ে পড়বে। যেভাবে এতটা বছর সে অসহায়ভাবে কোর্টের প্রান্ত ধরেই কেবল ঝুলে ছিল, ঠিক সেভাবে।
আমি জানি না, নির্বাচনের জন্য এসব লোকদের মুক্তি কতটা কার্যকর।
তবে সবচেয়ে অবাক লাগে, যখন কোন কোন দলের নেতা মুক্তি পাওয়ায় নেতারা আনন্দিত, শুভেচ্চান্বিত করেছেন তত্বাবধায়ক সরকারকে অথচ বিপরীত দলের নেতা মুক্তি পাওয়ায় তত্বাবধায়ক সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দেন। আমার অবাক লাগে এসব দ্বৈত চরিত্রের সমাবেশ দেখে।
আবার অবাক লাগে তত্বাবধায়ক সরকারের এ মুক্তি মিছিল দেখে। কোন কারনে গ্রেফতার আবার কোন কারনে তাদের মুক্তি। পিঠ বাচাঁনো জন্য কি এসব মুক্তি? নাকি বিভিন্ন দলের হয়ে নমিনেশন প্রাপ্তির জন্য এ মুক্তি মিছিল।
আস্তাভাজন হওয়ার জন্য কি এ আয়োজন। নাকি হেয়ালিপনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।