"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
কি হবে এরপর?
মুছে গেল সব অপনাম তোর...
তোরা সব জয়ধ্বনি কর;
ব্যাপারটা তো সেরকমই।
প্রাতিষ্ঠানিক রূপ দিলাম সবকিছুকে ঘুষ খাওয়া জায়েজ, খুন করা নিয়মসিদ্ধ। বিচার চাইলে ৩৩বছর পরও জাতীয় চার নেতার পরিবারকে সুবিচার আমরা দিতে পারলাম না।
কিসের বিচার কিচের আচার
যখন পুরো দেশ গণমানুষের
জন্য দমবন্ধ কারাগার!
যাদের সত্যি কারাগারে মারা যাওয়া দরকার ছিল সব কীটগুলো বেঁচে থাকলো, দেশটাকে তামা করলো তারা সব বেঁচে থাকলো।
ব্লগে দেখি তারেক প্রেমীরা লিখে। দেশটাকে কেন আমরা ভালোবাসি না? দেশকে ভালোবাসলে তারেকের জন্য ব্লগ লিখার রুচি কি কারও হতো!
আমার বুক চিরে দীর্ঘ আঁধারে হাঁটার আয়োজন চলে বিষণ্ণ মনে, কারণ সামনে আবার আর্মি জামাত বিএনপির সেই দুঃশাসন নতুন মোড়কে ফিরে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।