আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়ারইনব্লগ ডিকশনারী Version 4.0 - The Bible of Somewhereinblog

এটাকেই বোধহয় জীবন বলে

Version 4.0 এ বিশেষ সংযোজন: উদাহরন ও শানে নূযূল হিসেবে লিঙ্ক দেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী ভার্ষনের জন্য ইনপুট দেওয়ার সময় যদি আপনার দেওয়া শব্দটির শানে নূযূল/উদারন জানা থাকে তাহলে তার লিঙ্ক দিন। দয়া করে পোস্ট টি স্টিকি করার আবেদন করুন। সবাইকে ধন্যবাদ - নোবেলজয়ী কেপি টেস্ট = ১. কাঠালপাতা টেস্ট ২. "খা***" পোলা টেস্ট {সূত্র=১. নেমেসিস, ২. রাজীব আহমেদ} ক্যাতা পোস্ট= ১. ফাউল পোস্ট, ২. আজাইরা পোস্ট, অন্যান্য ব্লগাদের মধ্যে (মূলত রাজাকার আর মুক্তিযোদ্ধাদের মধ্যে) ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে বসে বসে মজা দেখার পোস্ট {আবিষ্কারক= নোবেলজয়ী} ফান পোস্ট= ব্যান খাওয়ার ভয়ে কতৃপক্ষকে "এই পোস্ট টি দেওয়ার উদ্যেশ্য নির্দোষ মজা ছাড়া আর কিছু নয়, প্লিজ সিরিয়াসলি নিবেন না এবং আমাকে করবেন না" এই বক্তব্য জ্ঞাপন করতঃ পোস্ট ১৮+= ১. সাধারনত এডাল্ট জোক্স এর পোস্ট টাইটেলে দেখা যায়, ২. পোস্টের কাটতি বাড়াতে ব্যাবহৃত বিশেষ চিহ্ন যা দিলেই অনেকে একটু ঢুঁ মারে এবং কমেন্ট করে, ৩. "ব্যান খাবো না, আবার একটু ক্যাতা ও করব" এই উদ্দেশ্য চরিতার্থ করার লাইসেন্স স্বরুপ ব্যাবহৃত বিশেষ তিনটি অক্ষর জাঝা/ঝাজা=১. পুরষ্কার, ২. "জাদু কি ঝাপ্পি>জাঝা" ৩. জাজাকাল্লাহ খাইরান (শানে নূযূল: তরুণ উঠতি কবি জারীর এই শব্দকে মহীয়ান করেন) {সূত্র= ১. জারীর, ২. নোবেলজয়ী কতৃক আবিষ্কৃত, ৩.ফটকা} ড়্যাজ্যাকার= রাজাকার {সূত্র অজানা} ছাগু= ১. ছাগল, ২. কেপি টেস্ট এর ১ নং মিনিং অনুযায়ী যারা টেস্টে পজিটিভ ফল পায় তারা আজিজীয় কবিতা= ঢাকার প্রানকেন্দ্র শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় ঘুর ঘুর করা উঠতি কবিদের রচিত বিশেষ ধরনের প্রত্যুরাধুনিক কবিতা। কীরণ বারী পান ব্যাতিত এইসব কবিতার মর্ম উদ্ধার করা যায় না এবং কবিতা গুলোতে সাধারনত কোন কোন বিশেষ চিপা দিয়ে কবি তার প্রেয়সী কে দেখেছে তার নিখুত বর্ণনা থাকে এবং "বিদগ্ধ ফসিল", "আজিজ মার্কেট", "অ্যালবাট্রস", "সেবিকা" প্রভৃতি শব্দের আধিক্য দেখা যায়।

{সূত্র ও সংগা= "ডিজিটাল বয়াতী" উলঙ্গ বাবা পিণিক চাঁন ব্যাভিচারী (বর্তমানে ব্যান খাওয়া)} কোবতে= যেসব কবিতা সাধারন কবিতার পর্যায় অতিক্রম করে কবিতার চেয়েও বেশি কিছুতে পরিণত হয়, সেসব কবিতা। {সংগ্রহ= ছন্নছাড়ার পেন্সিল} কুল্ডুড= cool dude {আবিষ্কারক: নোবেলজয়ী} Version 2.0 চরনমৈথুন= পা-মারা {সূত্র=মেহরাব} হাহপগে= হাসতে হাসতে পরে গেলাম {সুত্র=তামিম ইরফান} কগু= কম্পিউটার গুরু নিকে একটা ছাগল আচিলো নিজেরে গে দাবী করতো। এখন এমন কিচু দেখলেই কগু কওয়া হয়। {সূত্র=তামিম ইরফান} বিপ্লব= + {সূত্র=অন্যমনস্ক শরৎ} ছাগু= ১. ছাগল, ২. জামাতী ও শিবিরের অর্থপুষ্ট ব্লগার {সূত্র: ১. ট্রেডিশন, ২. মেহরাব} ভাদাকার= রাজাকারের মতো ভারতীয় দালাল বুঝানো হয় {সূত্র= সোনার বাংলা} ছাবাল= আবাল আর ছাগল মিক্সড {সূত্র= সোনার বাংলা} ধইন্যাপাতা= ধন্যবাদ {সূত্র অজানা} কস কি রে মমিন?= অবিশ্বাস্য, বিশ্বাস করতে পারতেছি না, খাইছে রে খাইছে...ইত্যাদি {অবিষ্কারক: নোবেলজয়ী} শোকেস= "আমার প্রিয় পোস্ট" অংশ (বাম দিকে অবস্থিত) চলজ= চক্ষুলজ্জা {সূত্র= আন্ধার রাত} ম.ক.মা.মো.মে হা.মে= মহা কবি মাইকেল মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী {সুত্র= শান্তির দেবদূত} ম্যাৎকরা= ছাগু সম্প্রদায়ের চিৎকার ও লম্ফঝম্ফ {সুত্র= শান্তির দেবদূত} চেতনা ব্যাবসায়ী= মুক্তিযুদ্ধের চেতনাকে যারা নিজ সার্থে ব্যবহার করে (ছাগু সম্প্রদায় কর্তৃক উৎভাবিত) {সুত্র= শান্তির দেবদূত} ব্লগান= বলুন {সূত্র= মোস্তাফিজ রিপন} ব্লগর-ব্লগর= ব্যক্তিগত অনুভূতি প্রকাশ (ডায়েরি) {সূত্র= মোস্তাফিজ রিপন} পিলাইচলাম= প্লাস দিলাম {সূত্র= মোস্তাফিজ রিপন} ব্লগাইলাম= নতুন পোষ্ট দিলাম {সূত্র= মোস্তাফিজ রিপন} ওরেরে= একি হেরিনু! {সূত্র= মোস্তাফিজ রিপন} লোল= যে পুরুষ নারী-ব্লগারের প্রতি বিশেষ আগ্রহী {সূত্র= মোস্তাফিজ রিপন মতান্তরে হাসিব (মতান্তরে উষ্কানি প্রদানকারী: জেনারেল)} ছুছিল= সুশীল {সূত্র= মোস্তাফিজ রিপন} সুশীল= ভন্ড {সূত্র= মোস্তাফিজ রিপন} বাল= বাংলাদেশ আওয়ামী লীগ {সূত্র= মোস্তাফিজ রিপন} পুস্টান= পোষ্ট করুন {সূত্র= মোস্তাফিজ রিপন} মাইন্ডাইবো= মাইন্ড করবে/করব {সূত্র= মোস্তাফিজ রিপন} হৈছে= হয়েছে {সূত্র= মোস্তাফিজ রিপন মতান্তরে হাসিব (মতান্তরে উষ্কানি প্রদানকারী: জেনারেল)} স্টিকি= প্রথম পাতার শুরুতে সংযোজন {সূত্র= মোস্তাফিজ রিপন} পেরতিবাদ= প্রতিবাদ (না-বোধক অর্থে) {সূত্র= মোস্তাফিজ রিপন} সাইন= সামহ্যয়্যার ইন ব্লগ {সূত্র= মোস্তাফিজ রিপন} মডু= মডারেটর {সূত্র= মোস্তাফিজ রিপন} লিকা= লেখা {সূত্র= মোস্তাফিজ রিপন মতান্তরে আইজু (মতান্তরে উষ্কানি প্রদানকারী: জেনারেল)} মগ-বাজারী= জামায়াত-শিবির কর্মী {সূত্র= মোস্তাফিজ রিপন} সালুয়ার= ই-মেইলে যৌনালাপ {সূত্র= মোস্তাফিজ রিপন ***এই অর্থ সঠিক নয় বলে "প্রশ্নোত্তর" প্রশ্ন তুলেছেন} দিক্কার= ধিক্কার (ব্যাঙ্গার্থে) {সূত্র= রিয়াজ শাহেদ} পতিবাদ= সাধুবাদ/ পরকিয়া {সূত্র= প‌্যান্ট ঢিলা মাস্তান} ফ্লাডিং= ১.একই লোক যদি একদিনে ৫/৬ টা করে পোস্ট দিয়ে প্রথমপাতা ভরায়ে ফেলে ২. কোন বাজে লেখাকে প্রথমপাতা থেকে সরায়ে ফেলতে এক বা একাধিক ব্যক্তি যদি হুদা হুদা পোস্ট দিতে থাকে {সূত্র= ছন্নছাড়ার পেন্সিল} ম্যালফাংশন= ভিন্ন নিকে ক্যাচাল করতে গিয়ে ধরা খাওয়া {সূত্র= হাসিব মাহমুদ} ফটুক= ফটো বা ছবি {সূত্র= বিবর্তনবাদী} Version 3.0 লালাক= যারা লোল সাহিত্য লেখে {সূত্র= অন্যরকম} লোলপুরুষ= যারা লোল সাহিত্যের কেন্দ্রীয় চরিত্র {সূত্র= অন্যরকম} লোলুপ= যারা লোল সাহিত্যের পাঠক {সূত্র= অন্যরকম} মত্স!= যারা লোলপুরুষদের শিকার {সূত্র= অন্যরকম} ললিপপ= যারা লোল সাহিত্যের পথিকৃৎ {সূত্র= অন্যরকম} ল'বেল= লোল সাহিত্যের নোবেল {সূত্র= অন্যরকম} লোলজ/lolz= ১.লোল-সাহিত্য পরিষদ ২. Lots of Lolz {সূত্র= অন্যরকম} লোলদানি= কোন লালাক/লোলুপ/লোলপুরুষকে দেওয়া ফুলদানি লোল্কপেডিয়া= লোল এনসাইক্লপেডিয়া খালেজিয়া= ১.খালেদা জিয়া ২.খালে পরছে জিয়া/খালের মধ্যে জিয়া {সূত্র= ১.মোস্তাফিজ রিপন ২.নোবেলজয়ী} বেম্পি= বি এন পি {সূত্র= মোস্তাফিজ রিপন} সেরম= সেই রকম ভালো লেখা {সূত্র= পদ্মপুকুর} নাইল্যাকাটা= মফিজ {সূত্র= পদ্মপুকুর} খিক্জ/ক্ষীক্জ= খিক খিক খিক {সূত্র= পদ্মপুকুর} তোনাই= তোর নানীরে ইংলিশ {সূত্র= নরকের পাপী} কামাল= কামের আগে আউট হয় যার মাল {সূত্র: এফ আই দীপু} গুড়ে মলম/ণূড়ে এ্যালার্ম/নুড়া= নূরে আলম (জনৈক কিংবদন্তি ব্লগার) {সূত্র= মানুষ} হেবোদা/হাবো/হাবু= হাবিবমহাজন (জনৈক কিংবদন্তি ব্লগার) {সূত্র= মানুষ} মাই নাচাইলাম= মাইনাস দিলাম {সূত্র= প্রশ্নোত্তর} নাপিষ ইপতেক্ষার= নাফিস ইফতেখার {আবিষ্কারক: নোবেলজয়ী} ক্ষ্যাতা= বেল নাই (কোন ব্যাক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে বলা হয়) হুপি বাড্ডে= হ্যাপি বার্থ ডে {আবিষ্কারক: নোবেলজয়ী} দুবাই= দুই ভাই {আবিষ্কারক: নোবেলজয়ী} বোগদাদী তেল= ইরাকের বাগদাদ শহর (থিফ অফ বাগদাদ খ্যাত) থেকে ইমপোর্ট করা স্পেশাল তেল যা "তেল মারা"র জন্য সবচে উত্তম...ইহা খুব দামি বস্তু কারন আমেরিকা এই তেলের পিছনে পাগলা সারমেয়র মত লেগেছে, তাই কেউ কাউকে অত্যধিক তেল মারলেই বুঝা যায় সেটি বোগদাদী তেল। bee-n-pee= বি এন পি, মাছি এবং মূত্র {আবিষ্কারক: নোবলেজয়ী} aww! me lick= আওয়ামী লীগ, অ! আমি মূত্র ত্যাগ করি {আবিষ্কারক: নোবেলজয়ী} Version 4.0 পপমাঘু= পড়িতে পড়িতে মাথা ঘুরাতাছে।

{সূত্র: পলাশমিঞা } তৈল্লোকোবতে= তৈল চুপচুপে কোবতে {সূত্র: নাফিস ইফতেখার} [[[ উদাহরন: Click This Link ]]] টেক্কোবতে= টেকনোলজি বিষয়ক কবিতা {সূত্র: নাফিস ইফতেখার} [[[ উদাহরন: Click This Link ]]] কল্প-দাম্পত্য কাহিনী= কল্পনাপ্রসূত Sci-fi দাম্পত্য কাহিনী {সূত্র: নাফিস ইফতেখার} [[[ উদাহরন: http://www.somewhereinblog.net/blog/Badlucky ]]] শব্দের পোস্টমর্টেম= ভুল বানানকে জায়েজ করার চেষ্টা {সূত্র: ফটকা} হিযাবী= আস্তমেয়ে {সূত্র: ফটকা} মহাবুবস= ফারজানা মাহবুবা {সূত্র: ফটকা} চাঁটগাইয়া পোলা= গে/সমকামী {সূত্র: ফটকা} উইকিপিডিয়া= রাগিব {সূত্র: ফটকা} ধরা খাওয়া= ব্যান খাওয়া {সূত্র: ফটকা} বেসবলব্যাট= বানরের হাতের অস্ত্র {সূত্র: ফটকা} আংকেল= কালপুরুষ (শানে নূযূল: নওরীনের জন্মদিনে তিনি শুভেচ্ছা জানালে নওরীন তাকে আংকেল ডেকে হৈচৈ ফেলে দেয়) {সূত্র: ফটকা} কাউয়াতা= ফ্যাচর ফ্যাচর কবিতা/ কবিতার নামে কাকের কর্কশ ডাকের মত বিরক্তিকর জিনিস {সূত্র: ফটকা} ভাদা= ভারতীয় দালাল {সূত্র: ফটকা} পাদা= পাকি দালাল {সূত্র: ফটকা} ভোদাই/ভুদাই= অতি বোকা বাগাড়ম্বরকারী {সূত্র: ফটকা} রাজু চাচা= রাজাকার {আবিষ্কারক: নাফিস ইফতেখার} নাপিষ ইপতেক্ষার= নাফিস ইফতেখার {আবিষ্কারক: নোবেলজয়ী} [[[শানে নূযূল: Click This Link ]]] এপোক্যালিপ্টো ভাষা/এপোক্যালিপ্টান/এপোক্যালিপ্টিক= মেল গিবসন পরিচালিত "এপোক্যালিপ্টো" ছবিতে যেই ভাষা ব্যাবহৃত হয়েছিল সেই ভাষা। {ব্লগে আমদানীকারক: নোবেলজয়ী} [[[এই ভাষার ব্যাবহারে রচিত প্রথম কবিতা : Click This Link ]]] ধনিয়াপত্র= ধন্যবাদ {আবিষ্কারক: নোবেলজয়ী} ডেথমেটাল কোবতে= ডেথ মেটাল গানের আদলে রচিত কবিতা {আবিষ্কারক: নোবেলজয়ী} [[[ বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম ডেথ মেটাল কবিতা Click This Link ]]] লেখকের কথা: সামহয়ারইনব্লগ এ ব্যাবহৃত এক্সক্লুসিভ শব্দ সম্ভার গড়ে তোলার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যা নতুন (এবং পুরাতন) ব্লগারদের সামহয়ারের সাথে socialsed হতে সাহায্য করবে এবং শব্দ জনিত (যেমন ঝাঝা) সকল কনফিউশন দুর করবে। সবাই contribute করুন দয়া করে। আপনার জানা যেকোন শব্দ (blog related off course) ও তার অর্থ (সুত্র ইত্যাদ সহ) এখানে লিখুন...পরবর্তী ভার্ষনে তা আপনার নাম সহ পোস্ট করা হবে। প্রায় প্রতিটি শব্দের পাশে { } এর ভিতরে "সূত্র" হিসেবে যেইসব নাম দেওয়া হয়েছে তারা হলেন যারা এই ডিকশনারীর লেখক ও প্রকাশক নোবেলজয়ীকে উক্ত শব্দ এবং তার অর্থ প্রদান করেছেন...সেই ব্যাক্তি উক্ত শব্দের প্রকৃত আবিষ্কারক হতেও পারেন, না ও হতে পারেন।

তাই সূত্র নিয়ে অভিযোগ না জানাতে প্রিয় পাঠক দের অনুরোধ কারা হল। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।