শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
যখন পথ চলবে
বকুল তল ছুয়ে
আমি থাকব শুয়ে,
এক পাশে একাকী
স্থির হয়ে।
সাথে নিয়ে কারে?
চলবে পথ বেয়ে
হয়তো হাসি মুখে,
হয়তো পড়িবে ছায়া
তোমার বুকের,
সমাধীর তরে
অতুপ্ত এ বুকে।
শিশির ঝড়া ভোরে
সমাধীর ধারে
পড়ে থাকা বকুল,ঘাসে
তুমি লইবে হাতে
মালা গাথার তরে।
একটি ফুলের মালা
শত ভূলের মাঝে,
একটু ভূল করে
দাওনা তুমি,
না হোক ভালবেসে
না হোক শোকে,
আমার সমাধীর বুকে।
হয়তো নীরব রজনীর মাঝে
শেষ প্রভাতে,নয় ভোরের সাজে
বুকের উপর যত ফুল ঝড়ে
ছুটে আস তুমি
সবগুলো নাও কেড়ে।
কোন দুঃখ নেই আমার
কষ্ট নেই আমার,
রোজ সকালে পরশ মেলে
তোমার রাঙ্গা হাতে।
নিজ যত্নে তোলা বকুলের তলে
সমাধী ভাসে আমার
বকুলের জলে।
জীবন থাকিতে পাইনি যাকে,
বকুল বৃক্ষ,ফুল ঝড়িয়ে
ডেকে আনে তাকে,
নেশাচরের মত
আমার সমাধীর পাশে।
তোমার কন্ঠে গুনগুন গান
শোনা হয়নি জীবনে
শুনছি আমি মনটা ভরে
জীবন ছেড়ে,মরনে।
চিনিল না কেউ,বুঝিল না কেহ
শুধু চিনিয়াছে আমায়
ঐ বকুল বৃক্ষ,
আর ঝড়া বকুল।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।