আমাদের কথা খুঁজে নিন

   

‘বড় ব্যবধানে’ হারবে কেভিন রাডের দল?

অস্ট্রেলিয়ার নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বুথ ফেরত ভোটারদের ওপরে পরিচালিত জনমত জরিপ বলছে, বিরোধী নেতা টনি অ্যাবটের রক্ষণশীল লিবারেল ন্যাশনাল জোট জয়লাভ করতে যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীসহ সরকারি দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী কেভিন রাডের লেবার দল বড় ব্যবধানে পরাজিত হচ্ছে।
একটি জরিপে আভাস দেওয়া হয়েছে, প্রতিনিধি পরিষদের মোট ১৫০টি আসনের মধ্যে বিরোধী জোট ৯৭টি আসন পেতে পারে।
এবারের নির্বাচনী প্রচারণা ছিল অনেকটা নাটকীয়।

নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কেভিন রাড প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা হিসেবে জুলিয়া গিলার্ডের স্থলাভিষিক্ত হন। নির্বাচনের মূল ইস্যুগুলোর মধ্যে ছিল দেশের অর্থনীতি, বিশেষ করে নৌকায় করে আসা শরণার্থী ও কার্বন কর।
জুলিয়া গিলার্ডকে গত জুন মাসে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নির্বাচন আহ্বান করেন কেভিন রাড। তবে আগের জনমত জরিপগুলোতেও নির্বাচনে লেবার পার্টি ধরাশায়ী হবে বলে আভাস পাওয়া গিয়েছিল।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গতকাল ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ঘণ্টা খানেক আগে বুথ ফেরত ভোটারদের ওপরে একটি জরিপ চালায় নিউজপোল।

এতে দেখা যায়, অ্যাবটের জোট ৫৩ শতাংশ এবং কেভিন রাডের সরকারি দল ৭৪ শতাংশ আসন পাচ্ছে। আরেকটি জরিপে অ্যাবটের জোট ৫২ শতাংশ এবং প্রতিপক্ষ ৪৮ শতাংশ আসন পাবে বলে আভাস পাওয়া গেছে।
গতকালের নির্বাচনে এক কোটি ৪০ লাখের মতো নাগরিক ভোট দিয়েছেন। এএফপি ও বিবিসি। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।