তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।
অফিসে আসার জন্য আমি দাড়িয়ে আছি একটা বিদ্যুতের খুটির সামনে । রিক্সার অপেক্ষায় । একটু পিছনে সরে গেলাম । পায়ে কিসের যেন ধাক্কা খেলাম ।
হঠাত একটা শব্দে পাশে তাকালাম । দেখলাম একলোক মাটিতে উপুর হয়ে পড়ে আমার দিকে তাকিয়ে আছে । আমি ভয় পেয়ে গেলাম । সে আমাকে বলল চোখে দেখেন না । আমি বললাম দেখব না কেন সামনের টা দেখি ।
পিছনে তো আর চোখ আল্লাহ দেয় নাই তাই পিছনেরটা দেখি না । আপনি কেন সামনে জায়গা থাকতে পিছন দিয়ে যাচ্ছেন । লোকটা উঠে দাড়ানোর সময় দেখলাম টি শার্টে লিখা আছে “All time boss” । যাক মনে মনে শান্তি পেলাম যে “All time boss” কে ল্যাং মেরে ভূপাতিত করেছি ।
একটু খারাপ লাগছিল যে লোকটার অন্যায় বেশি ছিল না ।
তাই সরি বললাম । আর একটা উপদেশ দিলাম কখনো পিছন দিয়ে যাবেন না, সামনে দিয়ে চলাচল করবেন । (সুযোগ একটা পাইলাম আরকি উপদেশ দেওয়ার )
এমনি করে বাংলাদেশের সব খারাপ মানুষগুলোকে ল্যাং মেরে ভূপাতিত করতে পারতাম । বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে পারতাম ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।