আমাদের কথা খুঁজে নিন

   

কবি ও খুনি

সুখীমানুষ

আজ রাতে পৌষের মাঝ রাতে এ পথে গেছেন হেটে ভিন্ন দু'জন লোক ঘন কুয়াশা ভেদ করেও আমি দেখেছি দু'জনের চোখ। একজন খুনি, অন্যকে খুন করে ; অন্যজন কবি নিজে খুন হয়ে এবং নিজেকে খুন করে। একজন ঝড়ায় রক্ত চালায়ে ক্ষুর ; আরজন ঝরায় কালি হয়ে বিরহে চুর। একজনের চোখে কষ্ট আর ঘৃণা চাহনি কঠোর, আরজনের চোখে কষ্ট আর ভালোবাসা চাহনি মধুর। তবু কোথায় যেন মিল দেখেছি দু'জনাতে একজন খুন করে, অন্যজন খুন হয় কিন্তু দু'জনেই ধরা পড়তে চায়না হাতেনাতে। ২-৯-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।