আমাদের কথা খুঁজে নিন

   

আইজ পয়লা রোজার ইফতারিতে ব্যাপক খানাখাইদ্য খাইলাম

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ভালয় ভালয় আইজকা পয়লা রোজা পার কর্লাম , সারাদিন বহুত কাহিল লাগছে , হের বাদেও পেটে পাথ্থর বাইন্ধা বইয়া আসিলাম কুন সময় ইফতারীর টাইম হয় হেই আশায় । যাউকগা, এক সময় ইফতারীর টাইম হৈল, আমার মা জননী বহুত আইটেম বানাইছে আইজ, আর বাপে জিলাপী আনছে বাইরে থেইক্কা , বহুত আরাম কৈরা খাইসি। অহনতরি খাইতাসি, খানিক আগেও জিলাপী খাইসি..... । আপনেরা কে কি খাইলেন ইফতারিতে এইখানে বয়ান করেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।