আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই আমার ছবি আঁকার খাতায় মাকড়সা!!
এটা সত্যিকারের মাকড়সা নয় আশাকরি বুঝতে পারছেন চারকোল পেন্সিলে আঁকা মাকড়সা। আমার মাথায় কিছুদিন ৩ডি ছবি আঁকার ভুত ঘুরছিল। কিছু বিদেশি শিল্পীদের রাস্তায় আঁকা ৩ডি ছবি দেখে আমার মাথায় সেই ভুতের আগমন। কিন্তু পর্যাপ্ত পরিমান উৎসাহ না পেয়ে সেই ভুত নেমে গেছে।
বাইরের দেশে রাস্তায় কত সুন্দর ছবি দেখা যায় কিন্তু এখানে ছবি আঁকব কি, যানজটের জ্বালায় অস্থির! তাও আপনাদের সবার জন্যে এখানে আমার আঁকা ২টি ছবি দিলাম। কেমন হল জানাবেন। আপনাদের উৎসাহ পেলে হয়ত রাস্তার যানজটের পাশাপাশি আমার কিছু কাকের ঠ্যাং বকের ঠ্যাংও আপনারা দেখবেন।
মাকড়সা আর নিচের এই নাস্তার টেবিল ছাড়া আর কিছু আঁকা হয়নি। মাথা ফাঁকা।
কারও যদি মাথায় কিছু আসে আঁকার মত আমাকে নির্দ্বিধায় আপনার পরামর্শ দিবেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।