আমাদের কথা খুঁজে নিন

   

আর ২০ মিনিট পরে ইফতার করবো... আজ যারা যারা রোজা রেখেছেন সবাইকে আমার সাথে ইফতারের আমন্ত্রন।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

আর ২০ মিনিট পরে ইফতার করবো, এখনো নেটে বসে আসি। একটু আগে দুই বন্ধুর সাথে কথা হলে, ওদের সাথে কথা বলে মনটা অনেক খারাপ হয়ে গেলে । ওদের এক জনের বাসা আমার বাসার কাছে আরেক জন অনেক দুরে। ওদের কে যখন বললাম কিরে আজ ইফতারি তৈরী করেছিস, ওদের একজন আমাকে বলতেছে , জানিস আজ আমার অনেক খারাপ লাগছে।

আমি কেন জানতে চাইলে আমাকে বলতেছে গত বছর এই রোজার সময় আম্মু ছিল আজ আম্মু আমাকে এখানে একা রেখে দেশে চলে গেছে। আর আমি একা একা এখানে রোজা রেখে ইফতার করছি। ওর কথা শুনে সত্যিই খারাপ লাগছে। আরেক জন বলেছে এই প্রথম ইতালীতে এসে আম্মুকে রেখে ইফতার করবো। পরে আমি ওকে বলালাম আমাদের বাসায় চলে আস।

ও বললো আজ না অন্যদিন। আমার এই দুই বন্ধুর আম্মুরাই আজ ওদের রেখে বাংলাদেশে। আজ যারা যারা রোজা রেখেছেন সাবাইকে আমার সাথে ইফতারের আমন্ত্রন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।