আমাদের কথা খুঁজে নিন

   

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এক নয়...

ঐশ্বরিয়া রাই : ১৯৯৪ সালে 'মিস ওয়ার্ল্ড' হন।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই তাকে সবচেয়ে সুন্দরী নারী বলা হয়। তিনি নিজেকে একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের মডেলও হয়েছেন। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও তাকে প্রায়ই দেখা যায়।

 

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স। বাংলা অর্থে দুটোর মানেই হচ্ছে বিশ্বসুন্দরী। আর বিগত বছরগুলোতে এই প্রতিযোগিতায় ভারতীয়দের দাপটের কারণে দেশীয় মিডিয়াতেও আলাদা গুরুত্ব পাচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতার বিষয়টি। কিন্তু এখনো অনেকেই জানেন না যে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড দুটি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা। সম্মানের দিক থেকে মিস ওয়ার্ল্ডের চেয়ে অনেকাংশেই এগিয়ে মিস ইউনিভার্স।

প্রতিযোগিতা ও সম্মান ভিন্ন হলেও ধরনের দিক থেকে দুটো প্রায় একই। দুটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে ভিন্ন ভিন্ন দুটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর মধ্যে মিস ইউনিভার্স আয়োজন করে থাকে 'মিস ইউনিভার্স অর্গানাইজেশন'। আর মিস ওয়ার্ল্ডের আয়োজন করে থাকে 'মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন'। এর মধ্যে মিস ইউনিভার্স অর্গারাইজেশন হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান।

অন্যদিকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন হচ্ছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান। এ ধরনের সুন্দরী প্রতিযোগিতা শুরু করেছিল মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ১৯৫১ সালে। এর পরের বছরই শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতার সুন্দরীদের বাছাইয়ের কাজটা কিন্তু শুরু হয় সারা বিশ্বের নানা দেশে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।