হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।
কারো গৃহবিবাদের অঙ্গার দিয়ে অন্য কেউ যখন গৃহ শক্ত করে কিংবা নতুন গৃহ বানাবার স্বপ্ন দেখে তখন অসূয়া ছাড়া আর কিছু পাওয়া যায় না। তাতে আমার নাম ব্যবহার করায় আমি মর্মাহত হয়েছি।
বিবাদের ইচ্ছা আমার নাই। আশা করি সংস্লিষ্টরা এর পর বুঝবেন।
বাংলা ব্লগোস্ফিয়ারে সবগুলো ব্লগই ইতিহাস সৃষ্টিকারি। এদের মধ্যে সংঘাত যাদের আনন্দ দেয়, যারা সেই আনন্দ ফলাও করে প্রচার করে, তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন জাগে। এরাই কিন্তু সচল ব্যান হওয়ার সময় বিভেদ ও সন্দেহ তৈরি করে ব্যানকারী কায়েমি ক্ষমতাকে মদদ যুগিয়েছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।