আমাদের কথা খুঁজে নিন

   

কবি আর গীতিকার

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... গীতিকারের চোখে সেদিন আলোর প্রতিফলন কবি'র হাতে - নিঃশব্দ স্বপ্নের সংকলন। চাকার নীচে রাস্তা ছুটে জোরসে উল্টোদিকে ধুলোর শহর স্বপ্ন বোনে বিভিন্ন আঙ্গিকে সবুজ গাছে লাল ফেস্টুন - ধূসর টি-এস-সি'তে রিকশা ভাসে নীল বিলাসে ফেব্রুয়ারী'র শীতে গীতিকারের চোখ দেখে সেই শহরটা চমকালো গভীর হলো গল্প এবং কবি'র চোখের আলো ! গীতিকারের গানের 'পরী' ভাসছে সেদিন মেঘে কবি তখন চা-এর দোকান খুঁজছিল উদ্বেগে চা-এর সঙ্গে টা-এর হিসাব আগেই করে আসা এসব গল্প প্রথম থেকেই এমন সর্বনাশা সেই কবেকার গল্পগুলো কী যে ছন্নছাড়া নস্টালজিয়া, কোথায় থাকিস? সামনে এসে দাঁড়া ! চশমা-আঁটা কবি'র ছিল ছবি তোলার বাতিক একটা ফ্রেমে একটা গল্প - থিম'টা কী সাংঘাতিক ! এমন কিছু গল্প তবু চলতে থাকে বলে ধুলোর শহর আজও এমন মাছরাঙা ঝলমলে... গীতিকার আর কবি'র চোখে স্বপ্ন জমতে থাকে শব্দপাখির দলে খুঁজে পায় নীরব কল্পনাকে ! গীতিকার নস্টালজিক এবং কবি আহাদিল একটু আগে ফেসবুকে কবি আহাদিল-এর স্মৃতি-রোমন্থন দেখে তাতে খানিক কল্পনা মিশিয়ে হঠাৎ লিখে ফেলা কবিতা। প্রিয় দুইজন মানুষকে ৩রা ফেব্রুয়ারী'র শুভেচ্ছাসহ এই ছোট উপহার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।