আমাদের কথা খুঁজে নিন

   

নাম পরিবর্তন : 'মারুফডি' থেকে ‌'মুনতাসীর মারুফ'

ভুল করেও যদি মনে পড়ে...ভুলে যাওয়া কোন স্মৃতি.. ঘুমহারা রাতে..নীরবে তুমি কেঁদে নিও কিছুক্ষণ...একদিন মুছে যাবে সব আয়োজন...

'মারুফডি' ‘তুমি কি ব্লগে কাউকে গালাগালি করতে চাও?’ ‘না। ’ ‘উল্টাপাল্টা কমেন্ট করতে চাও যাতে কিনা কেউ ক্ষোভে তার সব লেখা মুছে দেয়?’ ‘না। ’ ‘রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি খেলতে চাও?’ ‘না। ’ ‘পর্ণোপ্রাফি বা বিকৃত রুচির লেখা লিখার ইচ্ছা আছে?’ ‘না। ’ ‘এমন কোন লেখা কি লিখবে যাতে কারো মানহানি ঘটে?’ ‘নাহ।

ইন্ডিয়া ট্যুর সিরিজেই তো বন্ধুদের নাম চেঞ্জ করে দিছি। টুকরো টুকরো ভালবাসাতেও কারো আসল নাম ব্যবহার করবো না। ’ ‘তাহলে তোমার আসল নামে আসতে বাধা কোথায়? তোমার পরিচিত কেউ ব্লগে থাকলেও তো তোমাকে এই নামে চিনবে না। শওকত হোসেন মাসুম, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, আহমেদ মোস্তফা কামালসহ অনেকেই তো নিজ নামেই লিখছেন। তুমিও আসল নাম আর চেহারায় চলে আসো।

’ পরামর্শ মেনে নিলাম। ছদ্মনাম ব্যবহারকারী ব্লগারদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখেই আমি আসল নামে চলে এলাম। আগের নামটাও যে নিজেকে লুকিয়ে রাখার অভিপ্রায়ে নেয়া - তা নয়। ‘মারুফ’ লিখলাম নামের জায়গায় - ‘নট অ্যভেইলেবল’। আসল নাম দিতে গেলে পুরোটা বড় হয়ে যাবে মনে করে নামের শেষে শুধু ডক্টরের ‘ডি’ যোগ করেছিলাম।

তবে এতেই নামটা বিকৃত হয়ে গেল। কেউ যদি ভেঙে ভেঙে পড়েন ‘মারু’ ‘ফডি’, তাকে তো আর দোষ দেয়া যায় না। কিন্তু আগের ব্লগ গুলোর কি হবে?- ‘এই ব্লগে নিয়ে এসে আগের জায়গা থেকে মুছে দাও। ’ কিন্তু তাতে কি আবার সবগুলো ব্লগ পোস্ট করতে হবে না? সেরকম হলে তো ব্লগাররা চরম বিরক্ত হবেন। আবার উৎসাহ দেয়া, হৃদয় ছুঁয়ে যাওয়া, মজার কমেন্টগুলোও হারাবো।

ছোটন, শামীম (একরামুল ও লেখাজোকা), প্রীটি, রাজামশাই, চিকনা, ছন্নছাড়ার পেন্সিল, রুখসানা, চাঙ্কু, রাতমজুর, গিফার, নিলা, তারকে, সমকালের গান, লিপিকার, এরশাদ, কাঁকন, নাজমুল, জাহান, অলিক স্বপ্ন, প্রিয়তমা, তানজু, সিটিজি, বিডি, দোলা, তাওহীদুল, নুরুন্নবী, পরী, তাজুল, মানব, আরিফ, চোরকাঁটা, কালপুরুষ, আরিফুর, কমুক্যা, শিবলী, শিশির, মামু, লংকার রাজা, আমিন, জরিণা, আন্ধার রাত, আজনবী, মৈথুনান্দ, জেবতিক, উন্মনা, শাহরিয়ার, রাফা, নেতাম ঝড়কন্যা, রোবট, বিষাক্ত, প্রিয়, কাঙ্গাল, অনর্গল, আইরিন, শান্তনু, আলফ্রেড, সততার আলো, রিজভী, সাইফুর, রাশেদ, চানাচুর, কৃষক, দুঃখবিলাস, মাইনুল, বড়হুজুর, বদি, সামছু, কর্মী, দ্বীপবালক, রিয়াজ, চন্দন, রুদ্র, আসিফুল, পথিক, মাহবুব, হনুলুলু, রন্টি, আজাদ, নতুন, এক্স ফাইলস, অনিকেত, জটিল, মনিরুল, শাহারিয়ার, মিসকল, আদনান, নিরক্ষরদের কি এমন দায় পড়েছে যে একই লেখায় তারা আবার কমেন্ট দেবেন? তার চেয়ে আগের লেখাগুলোর দু’একটা লিংক এখানে দিয়ে রাখি। পুরনো ব্লগ থেকে আর লেখা পোস্ট না করলে নিশ্চয়ই অ্যাডমিন পোস্টগুলো মুছে দেবেন না? টুকরো - ৮, টুকরো - ৭, টুকরো - ৬, টুকরো - ৫, টুকরো - ৪, টুকরো - ৩, টুকরো - ২, টুকরো - ১ ইন্ডিয়া ট্যুর ২ : রমণীগণ.. ইন্ডিয়া ট্যুর - ১ : ভিনদেশে হিজড়ার খপ্পরে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।