বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
Click This Link
আজ দুপুরে হঠাৎ টিভি খুলে দেখলাম জেল হত্যা মামলার ডেথ রেফারেন্স এর রায় ঘোষণা করা হয়েছে। মামলায় ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৪ জনের মধ্যে একজন বাদে বাকী সবাইকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্ত আসামীরা হচ্ছে লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান এবং এ কে এম মহিউদ্দীন। রিসালদার মোসলেম উদ্দীনের ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে।
খবরটি দেখে একেবারে তাজ্জব হয়ে গেলাম। সমগ্র জাতি আশা করেছিল ইতিহাসের সেই ঘৃণ্য হত্যাকান্ডের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এই রায়ের মাধ্যমে জাতির সেই আশা ধুলায় মিশে গেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।