আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন-সফটওয়ার'জ

আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

যারা মুঠোফোনে ইন্টারনেট ইউজ করে আসচেন তারা হয়ত কিচু মুঠোফোন-সফটওয়ারের সাথে পরিচিত এবং ব্যবহারও করছেন। আমি আরোকিছু সফটওয়ারের লিংক দিলাম: ১। ইনফোসেলবিডি: বুয়েটে'র ওয়ালিউল ভাইয়ের ডেভেলাপ করা এ সফটওয়ারের মাধ্যমে আপনি আপনার মুঠোফোনে বাংলায় পত্রিকা পড়া থেকে শুরু করে খেলারখবর,বি.সি.এস প্রস্তুতি,GRE-GMAT Vocabulary ইত্যাদি পাচ্চেন হাতের মুঠোয়। মোবি-লিংক পিসি লিংক ____________________________________________ ২।

অপেরা ব্রাউজার: মুঠোফোনে ব্রাউজিং এর জন্য অতুলনীয় এ ব্রাউজার অনেক মুঠোফোনে ডিফল্ট থাকে। যাদের নেই তারা ঝটপট ডাউনলোড করে ফেলুন। আরো একটা খবর হলো সামনে মজিলা ও মুঠোফোন ব্রাউজার হিশেবে আসচে... ___________________________________________ ৩। YAHOO! GO: মুঠোফোনে ইয়াহু একাউন্ট লগ-ইন এর জন্য ব্যবহার করুন এ সফটওয়ার সাথে পাচ্চেন আপনার শহরের আবহাওয়ার খবর,আন্তর্জাতিক,খেলাধুলার সর্বশেষ খবরাখবর এবং ফ্লিকার একাউন্ট (যদি থাকে) লগ-ইন সাথে ছবি ডাউনলোড-আপলোড করার সুবিধা। ___________________________________________ ৪।

Ym Tiny : এটি হলো yahoo!messenger এর মুঠোফোন ভার্শন; থার্ড পার্টি সফট... ____________________________________________ ৫। GMAIL : জিমেইলের মুঠোফোন ভার্শন। মুঠোফোন হতে সহজে লগ-ইন এর জন্য ব্যবহার করুন। ____________________________________________ ৬। GOOGLE MAPS :আপনার বাসা বা গ্রামের বাড়ি বন্ধুকে চেনাতে ব্যবহার করতে পারেন ! ____________________________________________ ৭।

কমিউনিটি সাইট : আপনার মুঠোফোনের জন্য আপডেট সফটওয়ারের,রিং টোন এর জন্য রেজিষ্টার করুন... আপনার মুঠোফোনের নাম্বরটি এবং মডেল চাইতে পারে রেজিষ্টার এর জন্য... ____________________________________________ ৮। ফ্রি-ডাউনলোড করুন: মুঠোফোনের জন্য দরকারি যেকোন সফটওয়ার... ____________________________________________ ৯। নতুন মুঠোফোন নেবেন? আপনার বর্তমান মুঠোফোনটাকে আরও ভালভাবে জানবেন?? জি.এস.এম এ্যরিনায় যান। নতুন মুঠোফোন খরিদের পূর্বে অবশ্যই সাইট্টা পরিদর্শন করে আসুন। ============================================


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।