আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগ-২



এবারে কিছু উপাত্তের দিকে দৃষ্টি দেয়া যাকঃ *স্থানীয় বনাম বিদেশী বিনিয়োগের অনুপাতঃ ১৯৮১-৯১=> ৮৮% & ১২% ১৯৯১-২০০১=> ৪২.৫% & ৫৭.৫% *২০০৩-০৪ এ বিদেশী বিনিয়োগের খাত ওয়ারী ভাগঃ সেবা=৬১.৪৬% টেক্সটাইল=১৫.৬৮% কেমিক্যাল=৬.৮৮% এগ্রো বেসড=৬.৪৯% খাদ্য=৩.২৯% লেদার এণ্ড রাবার=২.৮০% প্রিন্টিং এণ্ড পাবলিকেশন= ১.৬৪% প্রকৌশল=১.৪৯% *বছর ওয়ারি বিদেশী বিনিয়োগঃ (মিলিয়ন ইউএসডি) ২০০৩-০৪=৪৫৮ ২০০২-০৩=৩৬৮ ২০০১-০২=৩০২ *১৯৯৬-২০০৬ পর্যন্ত বিদেশী বিনিয়োগ=৪৪৫৭ মিলিয়ন ইউএসডি *এসময়কালে মুনাফা, আয়, লভ্যাংশ ও ঋণ পরিশোধ বাবদ নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে=৩৬২২ মিলিয়ন ইউএসডি *২০০১-২০০৫ পর্যন্ত বিনিয়োগ=২১৮৫ মিলিয়ন ইউএসডি *এসময়কালে প্রত্যাবাসন=২৭৪৪ মিলিয়ন ইউএসডি আবারো "অর্থনীতির সহজ পাঠঃ বিষয়- বিদেশী বিনিয়োগ"( Click This Link) শীর্ষক পোস্টের আলোচনায় যাই। সেখানে জানিয়েছিলাম- কর্পোরেশনগুলো পুঁজি নিয়ে অন্য দেশে যায় প্রধানত মুনাফার উদ্দেশ্যে। নিজদেশে যখন মুনাফা হারের সংকটে পড়ে- তখন পুঁজির বাইরে বের হওয়ার আবশ্যকীয়তা তৈরী হয়। আর, তাই শুরুর দিকে তাদের বিনিয়োগটি অর্থের পরিমাণের দিকে যতই আকর্ষণীয় মনে হোক না কেন- একটা সময়ে এসে তাদের সেই বিনিয়োগের পরিমাণ আর একই থাকে না। সে সময়ে তাদের রিটার্ণের পরিমাণটি হয় অনেক বড়- যেটি অর্থনীতিতে নেগেটিভ ইফেক্টই তৈরী করে। একইভাবে আমাদের দেশেও যেসব কর্পোরেশন বিদেশী বিনিয়োগের ডালি নিয়ে ছুটে আসছে বা এসেছে, বুঝতে হবে তারা এখানে ব্যবসা করতেই এসেছে, মুনাফাই তাদের উদ্দেশ্য। সেকারণে দেখা যায়, ২০০১-২০০৫ এ এসে বিদেশী বিনিয়োগের চেয়ে বিনিয়োগকারীদের প্রতাবাসনকৃত অর্থের পরিমাণ বেশী। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।