আমাদের কথা খুঁজে নিন

   

তুমি -আমি পোড়া পোড়ি



সকালে ক্লাসে যেতে যেতে মন টা আরো খারাপ হয়ে গেল ও। প্রতিদিন বাইকে চড়তেই আমার রেস লাগাতে ইচ্ছা হয় আজ কেন জানি সবাইকে সামনে দেখতেই ইচ্ছা হচ্ছি্ল । বিরক্তি নিয়ে রানা ভাই ( নাম মনে নাই) ক্লাস করলাম । ক্লাস কি সারাটা সময় আমি সুমি আর লামি মিলে ফাজলামি করলাম । যত প্রকার পেচাল ভালো খারাপ চরম গরম ঠান্ডা কথা চলল ।

ভাইয়া শুনলে বের করে দিতো । আর পিছনে আরেক টা গ্রুপ সাবির্ক, সুপ্ত আর মানব মিলে আমাদের শুনা টুকরা কথা দিয়ে শুরু করলো । ক্লাস শেষ নিচে নেমে দেখি দুনিয়ার ছেলে লাইন করে সিগারেট খাচ্ছে । আর বাকিদের মুখের উপর মারতেছে । দুটা ছেলে আমাদের খুব কাছে দাড়িয়ে সিগারেট খাচ্ছিলো ।

লামি বকা দিলো ছেলেরা উল্টা কি জানি বলল । ছেলে গুলো পুরা পিচ্চি পিচ্চি ,ছোট ভাই লাগে । ওদের বললাম আমাকে একটা বেনসন কিনে দিতে । স্বাভাবিক ভাবে ওরা সর্কট। বলল পাবলিক প্লেসে খাবেন আমি বললাম না বাসায় গিয়ে খাবো ।

ওরা ৫ টাকা নিয়ে আমাকে কিনে দিলো বেনসন । বাসায় এসে পাগলামি করলাম । ঘুম দিয়ে সন্ধ্যায় উঠে ফুসকা খেতে গেলাম । এসে ড্রয়িং রুম দরজা আটকালাম , ডুকার আগে এক বোতল পানি ,room fragrance , চকলেট ,লাইটার আর বেনসন । এক দোস্ত ফোন দিয়ে বলল মাঝখানে ধরাতে ।

আমি বুদ্ধি করে হলুদ সাইডে ধরালাম । আর সাদা পাশে হালকা টান । ওই পাশ পুড়ে যাচ্ছিল সামান্য ধোয়া কিন্তু আমার দিকে ধোয়া ,তিতা লাগছিলো । তবে সামান্য । অধের্ক হতেই পানি দিয়ে নিভিয়ে দিলাম ।

তারপর ঘর হলো গন্ধময় । সেটা দূর করার চেষ্টা করলাম । সিগারেট রেখে যাওয়া গন্ধ আমার হাতে আর নিশ্বাসে নিজেকে ম্যানলি লাগছে । : ধূমপান স্বাস্হ্যের জন্য ক্ষতি কর । সত্যি ।

আমি উদাস উদাস ভাব সে আছি তো তাই ট্রাই করলাম । আচ্ছা সবাই কি এখন আমাকে অপচ্ছন্দ করবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।