গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
বাসায় ফোন নেয়ার পর থেকে একটা ঝামেলা শুরু হয়েছে। মাঝে মাঝেই অজানা ফোন আসে। আমি হয়তো তখন ল্যাবে, বউ ফোন ধরে। ওপার থেকে টানা 'হাংগুমাল' মানে কোরিয়ান ভাষায় কথা চলতে থাকে। আমার বউ অনেক কষ্টে একফাঁকে বলে ওঠে, 'হাংগুমাল মুল্যায়ো' মানে কোরিয়ান ভাষা জানিনা।
এ পর্যায়ে ফোনটা কেটে দেয় ওপার থেকে।
গতকাল দুপুরেও একই ভাবে এলো একটা ফোন। বউ কোন সুযোগ না দিয়ে ইংরেজীতে প্রশ্ন ছুড়ে দিয়েছে,
- হু আর ইউ?
বেচারা মনে হয় এতটা আশা করেনি। তাই কি বলবে বুঝতে না পেরে বলে বসলো,
-আই এম এ কোরিয়ান। তারপর ভ্যাবাচ্যাকা খেয়ে দ্রুত ফোনটা রেখে দিলো।
তার কিছুক্ষণ পরে মনে হয় কথা খাতায় লিখে মুখস্হ করে আবার ফোন করেছে সেই লোক।
-মিঃ হান আছে এখানে। আমি একজায়গা থেকে তার নাম্বার পেয়েছি।
-না এখানে এই নামে কেউ নাই, কেউ থাকেনা এখানে। দুঃখিত।
মিঃ কোরিয়ান অবশেষে মিঃ হান কে না পেয়ে 'আই এম সো সোরি' (এভাবেই সরি বলে ওরা) বলে ফোনটা রেখে দিলো।
ছবি কৃতজ্ঞতা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।