আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়
এ ব্লগের সন্ধান পাইছিলাম এক বন্ধুর কাছে, কাছের বন্ধু আরিফ নামে এ পোলা, পোলা ভালো কম্পিইটার সাইন্স এ পড়ে। পোলারে আগে ইয়াহু ম্যাসেন্জারে পাইলেই নানা কথা কইয়া বিরক্ত করতাম। পরে হালায় বিরক্ত হইয়া আমারে কয় http://www.somewhereinblog.net এই সাইটে যা অনেক ভালো। লগে লগে গেলাম হু ভালোই, ভালো ভালো লেকা পাইলাম, আগে বাংলা কইতে পেপার ছাড়া কিছুই পড়তাম না অনলাইনে। পরে তারে কইলাম কেমনে কি? ও কয় সাইন আপ কর আর সবার লেকা পড়বি আর কমেন্ট করবি।
যতো কমেন্ট করবি ততই লুকজন তোরে চিনবো। যাই হুক টুকটাক সময়ের ফাকে লেকা পড়া কমেন্ট করতে থাকলাম। এর পর নিজেই এক দুইটা লেকা দিলাম। মাঝে মাঝে গদ্য যা অখাদ্য, মাঝে মাঝে আরো কিছু লেকা যা পাঠকের বোঝা। আর কিছু কবিতা যা গদ্যময় জ্বালা।
বন্ধু আরিফ হঠাত কইরা কি কারনে জানি ব্লগ ছাইরা দিলো, কি কারন জানলাম না। বেচারা মাঝে মাঝে কবিতা লিকতো আর কবতিা সংগ্রহ করতো ও তা ছাপাইতো। আর কমেন্ট ও করতো, আর তারে মেলা লুক চিনতো।
তার চলে যাবার পর আমি কিছুটা একা হয়ে পড়ি। যাই হোক বাদে লেকা পড়া ও কমেন্ট এবং নিজের কিছু বিনা পয়সায় ছাপাইয়া লুকজনেরে কষ্ট দিতাম।
এই ব্লগের বাকী সকল ব্লগার লেখে ভালোই। অনেকে বড় বড় পোষ্ট আবার কিছু ভালো লেখা ও পাওয়া যায়। ভালোই, কিছু কিছু জিনিস বাদ দিলে আগের তুলনায় একটু হলেও ভালো লাগে।
আসি আমার লেখা প্রসংঙ্গে। আমি টুকটাক যাই লিখি আমার কাছে ভালো লাগে।
হয়ত কিছু পরিচিত লোক আছে যারা আমার লেখা পড়ে। আমার লেখার বেশি ভাগই হচ্ছে কবতিা। ওই যে বন্ধু আরিফ তারে জিগাইছিলাম বন্ধু কি লেখা যায় বলতো, সে কইলো তুই যাতে ভালো তা লিখবি, আর সারাদিনে তোর কুনু মজার কাহিনী থাকলে তা লিকতে পারিস, আর না হলে কোনো টপিক নিয়ে লিকতে পারিস বা কল্যানমুলক পোষ্ট ও দিতে পারিস, আর কিছুই মাথায় না আসলে টুকটাক কবিতা লিকার অভ্যাস থাকলে ছাইরা দিবি, তয় খেয়াল রাকিস কবিতা যেনো ছড়া বা উসকানিমুলক বা বাজে না হয়। যাই হোক আমার মতো লেককের লেকার হাত যেহেতু ভালো নয় তাই মাথায় কিছু আসলে তা লিকি, আর এতো বড়ো বা কল্যান মুলক লেখা বা মজার টপিক লিখার মতো ভালো হাত ও নাই, মাগার টুকটাক কবিতা যা লিখি তা ছাপাই অনেক সাহস নিয়া, ভাবি পাবলিকের গালিগালাজ ছাড়া আর কিছু্ই পাবোনা, কিন্তু টুকটাক কবিতা যাই লিখি পাবলিক তা পড়ে বা ভালো লাগলে এক দুইটা কমেন্ট ও করে আর বেশি হইলে রেটিং ও দেয়। এইতো সুখী ব্লগিং, কাউরো সাথে ঝগড়া নাই, মারামারি নাই, খোচাখুচি নাই, আমি কাউরে বাজে কমেন্ট করিনা, কাউরো লেখা ভালো না লাগলে চুপচাপ কাইটা আসি।
দু:খ দেই না। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে আর যেহেতু ওপেন ব্লগ আর লেখা ছাপাতে টাকা বা সমপাদকের নজরদারী নাই(এক ব্লগারের কথা অনুযায়ী) সুতরাং সবাই যার যার লেখা ছাপাইতে পারে। এই ব্লগের হর্তা কর্তা আছে তাগো কিছু ভালো না লাগলে তারা হেইটা বুঝবো। কিন্তু কিছু কিছু লুক তাগো কথার বমি আরেকজনের উপরে না ফালাইলে ভালো লাগে না। এক ব্লগার এই ব্লগের ছ্যাকা প্রাপ্ত ব্লগার যারা কবিতা দিয়া এই ব্লগ ভাসাইয়া দিছে আর তাগোরে তেনার শালা ও বানাইছে এবং তাগোরে দমানির লাইগা হাতে পায়ে মুকে নাকে গু নিয়া উইটা পইরা লাগছে, তার নাম র্নাভাস নাইনটিজ।
হে কি বাল তা আমি জানি না। মাগার তার যদি এই ব্লগের কবি কুলের প্রতি অনীহা থাকে তাইলে সে তাগোরে এরাইয়া চললেই হয়, আর যদি বেশি বমি আসে তাইলে সাইট টা বন্ধ কইরা হোগায় তেল মাইখা ঘুমাইলেই পারে।
কুন পথে আমার যাওয়া উচিত? বন্ধু আরিফের কথা মতো লেখা উচিত নাকি র্নাভাস নাইনটিজ এর বমির উপরে ভাইসা কুনু কুল কিনারা না পাইয়া তার মতো মাইনষের পিছনে লাগতাম নাকি ব্লগে গালিগালাজ করতাম নাকি নিজের সামান্যতম লেখার প্রয়াস বা গদ্যময় কবিতা লেখার যে অপ-প্রয়াস রয়েছে তা মিটিয়ে কপি পেষ্ট করে সা.ইন ভাসিয়ে দিতাম! কুনটা করা উচিত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।