ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবেননা।
ফারহান দাউদের পোস্টে কমেন্ট করেছিলাম। কমেন্ট বড় হওয়াতে পোস্ট বানায়া ফেললাম! কিছুটা এড করলাম। টাইপ করতে কষ্ট লাগার এই যুগে সকল কমেন্টই পোস্ট হওয়া উচিৎ, যেমন অলিম্পিকে জিতলেও আর্জেন্টিনার সমর্থকদের খুশিতে ফেটে পড়া উচিৎ!
খোমেনী ইহসান বলেছেন: দূর মিঞা। অরা ভুল করুক আর ঠিক করুক সবই ঠিক আছে।
মাঝে মধ্যে এদিক-ওদিক হলেও আর্জেনটিনা বলে কথা। তাদের ভুলগুলো শিল্প, হারগুলো অন্যদের জন্য করুণা। বিজয় নির্মম প্রতিশোধ। আর্জেনটিনার সমর্থন অর্থ হচ্ছে নিরাপোষ, ঘাইগুই না করে, বিনা প্রশ্নে জিন্দেগী ভরে প্রেমে পড়ে থাকা। এর মধ্যে ভাই আর কোনও বিবেচনা আনবেন না, দোহাই।
এই খোমেনী সাহেব সব বলে দিয়েছেন। এক্কেরে জায়গা বরাবর কমেন্ট! আমি ঠিক বুঝিনা মানুষ কেমনে আর্জেন্টিনা সাপোর্ট করে। না পাওয়ার বেদনায় তো এদের অনেক আগেই আর্জেন্টনার খেতা পুরি বলে ব্রাজিলের দিকে ভিড় করা উচিৎ। মাঝে মাঝে অলিম্পিকে ভাল করে যেটা কেউ কোনদিন দেখেনা!! আমার মনে হয় আর্জেন্টিনা যেদিন ম্যারাডোনার প্রেতাত্মা থেকে মুক্তি পাবে সেদিন থেকে আবার বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে কিছুটা এগোতে পারবে। হয়ত বিশ্বকাপ পেয়েও যাবে।
এখন তো আর্জেন্টিনায় প্রত্যেক বিশ্বকাপে ম্যারাডোনার প্রেতাত্মাদের ছড়াছড়ি। আগে ছিল ওর্তেগা, সে যে কোথায় গেল কেউ জানেনা। তারপর স্যাভিওলা, রিকুয়েমে আর কত ম্যারাডোনা আসল গেল। এবার ম্যাসি। (বানান ঠিক আছে?) ম্যাসিকে ম্যাসি হিসেবে থাকতে দিলে সমস্যা কি? ও তো জিনিয়াস প্লেয়ার।
ওকে ম্যারাডোনা হতে হবে কেন? ব্রাজিলে তো রোনাল্ডো বা রোনাল্ডিনহো বা কাকা কাউকেই পেলে হতে দেখিনা। রবিনহোকে কেউ কেউ পেলে বানাতে চেয়েছিল যদিও সেটা আর্জেন্টাইনদের ম্যারাডোনা হতে চাওয়ার মত অত জোরালো না। রবিনহো রবিনহো না হয়ে পেলে হতে চাওয়াই মনে হয় এখন তেমন আর ঝিলিক দেখাতে পারেনা। জার্মানিতে কেউ বেকেনবাওয়ারের সাথে তুলনা দেয়না। ফ্রান্সে জিদানের মত খেলোয়ারকে প্লাতিনি বানানোর তোড়জোড় নেই।
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেউ ইউসেবিও বানতে চায়না। তাই তারা নিজের আলোয় উজ্জল। আর্জেন্টিনায় কোন প্রডিজিকেই তার নিজের নামে পরিচিত হওয়ার উপায় থাকেনা। সবাইকেই ম্যারাডোনা হতে হবে। তারপর কিছুদিন পর অকালে আর মানুষের প্রত্যাশা নিতে না পেরে ঝড়ে পড়তে হয়।
ম্যারাডোনা একটা বিশ্বকাপ জিতিয়েছিল, কিন্তু এর পরের সব বিশ্বকাপেই আর্জেন্টিনার করুণ পরিণতির জন্য ম্যারাডোনার প্রেতাত্মাই দায়ী। ম্যারাডোনার ড্রাগ-এডিক্ট শরীরের সাথে আর্জেন্টিনার পারফরমেন্সের বড় বেশি মিল পাই। আর্জেন্টিনার সমর্থকদেরই উচিৎ ম্যারাডোনাকে খুন করা, যাতে তার প্রেতাত্মা থেকে আর্জেন্টিনার প্রডিজিরা মুক্তি পাই, আর আর্জেন্টিনাও মিনিংফুল টুর্নামেন্টে কোনদিন জয়ের মুখ দেখে। আর্জেন্টাইনরা স্টেফানো হতে চাইনা কেন? স্টেফানো তো যেকোন স্কেলে ম্যারাডোনার চেয়ে অনেক ভাল খেলোয়াড়, আমার মতে সে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, এমনকি পেলের চেয়েও ভাল। ম্যারাডোনাকে বাদ দিয়ে স্টেফানোকে ধরতে হবে আর্জেন্টাইনদের, তাতেই ম্যারাডোনার প্রেতাত্মা হয়ত ক্ষমা করবে তাদের!
তবুও আর্জেন্টিনা জিতাতে আর্জেন্টিনা সমর্থকদের অভিনন্দন।
হোকনা অলিম্পিকের মত কেউ না দেখা টুর্নামেন্ট, তবুও এরকম হঠাৎ হঠাৎ অগুরুত্বপূর্ণ সিরিজ জিতলেও সমর্থকরা আনন্দ করতে পারে। একটা জয়ের জন্য তাদের তো তীর্থের কাকের মত হাহাকার করতে হয়! আহা! বেচারারা, কি যে কষ্ট লাগে আমার তাদের জন্য। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ব্রাজিল, জার্মানি, ইটালি এদের কাউকে বলি, কি দরকার তোদের এত জিতার? এবার না হয় আর্জেন্টাইনদের আশাটা পূরণ হতে দে! তাদের সমর্থকরা যে বড় বেশি কষ্টে আছে। তাদেরও কি ইচ্ছে করেনা বুঝি বিশ্বকাপ জিতার আনন্দ উপভোগ করতে?? তাদেরও কি গর্ব করে বলতে ইচ্ছে করেনা তারা কয়বার বিশ্বকাপ জিতেছে??
তবুও আর্জেন্টিনা অলিম্পিক জিতাতে তাদের সমর্থকদের অভিনন্দন।
আমি অবশ্য বলি, বাপের ব্যাটা হলে বিশ্বকাপে করে দেখাও!! মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই থাকবে নাকি সারা জীবন??বিশ্বকাপ নামে একটা জিনিস আছে সেটা এভাবে ভুলে গেলে চলবে??
//
হ্যারি সেলডন ওরফে নরাধম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।