আমাদের কথা খুঁজে নিন

   

আই য়্যাম এবাউট টু পোক ইউ!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ফেসবুকে আমার ম্যালা ফ্রেন্ড। উহাদের দুইভাগে ভাগ করা যায়। যথাঃ পরিচিত ফ্রেন্ড ও অপরিচিত ফ্রেন্ড। একদিন একজন জিজ্ঞেস করলো, হাউ কাম! আপনার আর আমার ৭০ জন কমন ফ্রেন্ড কিন্তু আপনাকে আমি চিনি না! তারে জানাইলাম যে ঐ সত্তর জনের একজনরেও আমি চিনি না! যাইহোক ফেসবুকে আমি মুলত কোন ফ্রেন্ড তৈরীর জন্য যাই নাই। আমার টার্গেট ৫ হাজার সীমা পর্যন্ত ফ্রেন্ড বানানো।

তারপর একটা ব্লগ লিইখা সবাইরে পাঠাইয়া দিমু। কমপক্ষে একশ জন পড়লেও আমার ব্লগের হিট এমনিতেই ১০০ ছাড়াইয়া যাইবে। এই গভীর ষড়যন্ত্রের নিমিত্তে আমার ফেসবুকে আগমন। কিন্তু ইদানিং একটা বিষয়ে বড়ই মজা লভিতেছি। উহা হচ্ছে পোক।

দেখলাম একজন আমাকে পোক দিল। ভাবলাম হয়তো ঘুতা টুতা জাতিয় অর্থ হবে। সেখানে একটা অফসন আছে পোক ব্যাক। সুযোগ কে ছাড়ে, আমিও দিলাম এক ঘুতা! পরে ভাবলাম খুবই ভাল জিনিস। একটু অর্থ তালাশ করি।

খুইজা দেখলাম গুগল ডিফাইনের একজায়াগায় লেখা a bag or sack of gold। তারমানে সে আমারে সোনা দিছে! যদি সোনা দিয়াই থাকে তাইলে তা কই! এরপরে বুঝলাম এই স্বর্ন ফাউ স্বর্ন। যত ইচ্ছা দেওয়া যায়। আর যায় কোথায়! আমি এখন আমার সব বন্ধুদের পোকাইতেছি। মোটামুটি ঘুতাঘুতির এক মহোৎসোব শুরু হইছে আমার ফেইসবুকে।

আপনাদের সবাইকে একটু পোকাইয়া গেলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।