সুখীমানুষ
এখানে..
এঘরে ঈশ্বর থাকেন
শিল্পী, তোমার ঐ মহতী আঙ্গুলের মাঝেই ঈশ্বরের বাস।
মননে তোমার বিশ্বভ্রমা কবি
ক্যানভাসে তোমার সৃষ্টির প্রতিচ্ছবি।
তোমার সৃষ্টি দেখে আমি বারেবার মুগ্ধ হই!
আমি তোমার ঐ রং তুলির আঙ্গুলকে নতজানু হয়ে পূজা করি!
তোমার ঘর ছন্নছাড়া,
মেঝেতে, দেয়ালে ছড়ানো ছিটানো রং,
নিজেও তুমি বড়ই অগুছালো।
এরচেয়ে সুন্দরভাবে কেইবা আর থাকতে পারে!
যখন ঈশ্বর খেলেন তোমার আঙ্গুলের ডগায়
যখন তুমি তুলি দিয়ে রঙ এর আঁচড় দাও ক্যানভাসে
তখন তোমাকে আমি সমু্গ্ধ নয়নে দেখি,
ঈশ্বর ভ্রমেন তোমার মনে, ঈশ্বর খেলেন তোমার তুলিতে,
তুমি মিশে যাও ক্যানভাসে
বাহিরে থাকে শুধু তেমার দেহ।
আনমনে অসতর্কতায় তোমার জামায় লেগে যাওযা যে রঙএর দাগ
এরেও আমি কিনতে রাজি আছি আমার সর্বস্ব খুয়ায়ে।
শিল্পী, এই রঙ তুলির সংসার একান্তই তোমার জগত
ঘরময় রঙের দাগ, জামা ভর্তি অসতর্কতায় লাগা রঙ
এ বড় মানানসই তোমার জন্য।
এই তোমাকে আমি স্যালুট করি,
তোমার হাতের আঙ্গুলে খেলেন ঈশ্বর
সেই হাতকে নতজানু হয়ে আমি পূজা করি।
২৪-৮-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।