চোখের অদূরেই পরিষ্কার দুটো চোখ
স্বচ্ছ দীঘির মতো টলটলে ওই জলে কতো বিভ্রান্তি ছড়ানো
কতো বিষপোকার বসবাস
কতো খেয়ালীপনার খৈ-ফোটা ইতিহাস
আমি কিছুতেই অতিক্রম করতে পারি না
ওই অতি কাছের অতি অচেনা বৃত্তটাকে
ওই মায়াবী চোখে উড়ন্ত মেঘের বিষজলে
সাঁতার দিই সকাল-সন্ধ্যা
শত চেষ্টা করেও তলিয়ে যেতে পারি না
ওই জলাধারের তলায়, ডেড সী'র মতো ভেসে তোলো আমায়
জনসম্মুখে; সবাই দেখে এক ব্যর্থ ডুবুরির
অপমানে ভেজা লাল চোখ
তোমার চোখের পাতায় বসে বসে রৌদ্র স্নান করি
পুড়ে পুড়ে উড়ে যাবার আশায়
ঠুংকো জীবনটাকে ভাঙা তরিতে ভাসাই
মরে মরে বাঁচি বার বার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।