নীড় খুজে পাইনাকো আমি।
কি ভাবে পরিচয় হয়েছিল আজ না ই বা বলি, কিন্তু সে ছিলো বড় অভিমানি, প্রতিবাদী ও বটে। তার প্রতিবাদ ই তাকে আমার কাছে এনে দিয়েছিলো। সে তো অনেক আগের কথা-- কিন্তু আজ কেন যাবার বেলা তাকে আমি ধরে রাখতে পারিনি?
অনেক দেরিতে সে আমায় বল্লো, সে নাকি আমায় অনুভব করে হৃদয়ে! আমাকে নিয়ে নাকি স্বপ্ন ও দ্যাখে! তবে আগে কেন সে আমায় বল্লোনা? তার স্বতস্বত্বার স্পর্শে নাকি আমায় অনুভব করে---আমি নাকি তার মাঝে বিচরন করি!
তাকে দেখিনি কোনো দিন-তবু কেন সে চিরচেনা লাগে? আমার অস্তিত্বে তাকে কেন বার বার অনুভব করি-পেতে চাই না তাকে তবু কেন হারানোর ভয়? তবে কি সে আমার প্রিয়া??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।