আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন সর্বজনপ্রিয় মানুষটি !

মানুষ বাচেঁ তার কর্মে!

বাংলার আকাশ থেকে আর ও একটি নক্ষত্রের পতন হল। চলে গেলেন আমাদের সবার প্রিয় "আব্দুল্লাহ আল মামুন" । একাধারে যিনি ছিলেন নাট্যকার, চলচ্চিত্রকার, লেখক ও অভিনেতা ! সব্যসাচী বোধহয় একেই বলে । আজ "ATN Bangla"য় তাঁর অভিনীত "এখনই সময়" ছবিটি দেখলাম । দেখলাম কত সাবলীল তাঁর অভিনয় ।

তিনি যেমন ভাল অভিনয় করতে জানতেন তেমনি করাতে ও পারতেন । এর উৎকৃষ্ট উদাহারণ হিসেবে বলা যায় "সারেং বউ" ছবিটির নাম । যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে আছে । শুধু চলচ্চিত্রই নয় নাট্যজগতেও তিনি ছিলেন পথিকৃত । তাঁর পরিচালিত "সংসপ্তক" নাটকটি বাংলাদেশের শ্রেষ্ঠ নাটকের একটি ।

তাঁর সৃষ্টি যেমন মানুষের কাছে অমর হয়ে আছে; অমর হয়ে থাকবেন তিনিও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।