আজ সৃষ্টি সুখের উল্লাসে - মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
সকলে বিশ্বের স্বামী আল্লাহর মহিমা,
করুনা কৃপার যার নাই নাই সীমা ।
বিচার দিনের বিভু ! কেবল তোমারি,
আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি ।
সরল সহজ পথে মোদেরে চালাও,
যাদের বিলাও দয়া সেপথ দেখও ।
অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা , প্রভু।
তাহাদের পথে যেন চালায়ো না কভু ।
_______________________
কাব্যানুবাদ: কাজী নজরুল ইসলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।