আমাদের কথা খুঁজে নিন

   

90-90 Cricket

.... যদি হয়, হবে একা একা ...

বর্তমানে ওয়ান ডে ম্যাচ ৫০ ওভারের। একে মিনিয়েচার করে ২০-২০(টোয়েন্টি টোয়েন্টি) প্রবর্তন করায় সীমিত ওভারের ক্রিকেট ম্যাচের নতুনধারা প্রচলিত হয়েছে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ক্রিকেটে লেগেছে নতুন জৌলুস। টেস্টম্যাচগুলো বর্তমানে ৫দিনে সীমিত হয়েছে। প্রতিদিন ৯০ ওভার বল মাঠে গড়াবে এমন নিয়ম আছে।

বর্তমানে চালু এই টেস্টম্যাচের মিনিয়েচার করে ৯০-৯০ (নাইনটি নাইনটি) টেস্ট চালু করা যায়। খেলা হবে মোট ২ দিন ; প্রতি দিন ৯০ ওভারের একটা ইনিংস। উভয় দলই ৯০ ওভার করে খেলবে। ৯০-৯০ ম্যাচগুলো ওডিআই এবং টেস্ট উভয় ধরনের ম্যাচেরই মহড়া হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবে। পাকিস্তান যেমন ২০-২০ ম্যাচের প্রবর্তক, তেম্নি বাংলাদেশও নিজ দেশে ৯০-৯০ চালু করে( আই সি সি কর্তৃক গৃহীত হলে) এই ধরণের ম্যাচের প্রবর্তক হতে পারে।

বিসিবি-র কাছে দয়া করে আমার এই প্রস্তাবটি কেউ পৌঁছে দেবেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।