আমাদের কথা খুঁজে নিন

   

‘ফলো অন’এ একটি জুটি

-

শুরুঃ রোদেলা দিন, মিষ্টি সকাল। নীল আকাশে সাদা মেঘদল। চোখে চোখ , হাতে হাত অন্তরে অন্তর - জনম জনম ... খেলা গড়ালো মাঠেঃ শূণ্যতা। মানুষের জীবনে সে ধ্রুব আদি থেকে অন্ত পর্যন্ত। কষ্ট।

সে বাড়ে লতায় পাতায়। সুখ নামক মেঘ এসে তাকে রাখে ঢেকে ক্ষনিকের তরে। বিষন্নতা। সে বড্ড আহলাদী। একবার সুযোগ পেলে- হাত ধরে কাছে আসে এরপর উঠে ঘাড়ে এবং ক্লাইমেক্সে সে এক্কেবারে মগজে।

শেষঃ চোখে চোখ রেখে দেখে মনের মাঝে মন আর কই ? সঞ্চয়ের খাতায় দেউলিয়া স্কোর বোর্ডে উইকেট নেই। বৃষ্টিটাও এই সুযোগ লাপাত্তা ! অবশেষে তাই- ‘ফলো অন’...... ছবিসুত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।