এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
সে আর আসবে না
এক কষ্মিনকাল ডুবে গেলেও পদ্মার পললে
পাহাড় ভেঙে ভেঙে আকাশ আরও ক্ষয় হলেও
সূর্যাষ্তে হারিয়ে যাওয়া দিনের তারার মতো
নিভেছে তার মুখ
রাতের শুরুতে।
আমি তার দু:খ জানি না
আমি তার জানি না অভিমান
আমি তার কুশল জানি না
আমি তার ঠিকানা জানি না আজও
ধূলোর শরীরে চরণচিহ্ন নষ্ট পাখির
ছায়ার মতন স্মৃতিরা লুটোয় অন্তরালে
রঞ্জনরেখায় ভুলের এপিটাফ
তার আলো্য ভাসবে না
সে আর আসবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।