আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
কবিতার মত শব্দ গুলো শুনতে, কিন্তু আমাদের লেখক সাংবাদিক ভায়েরা ইদানিং এ শব্দার্থ এর সাথে সংযোগ গড়ে নিয়েছেন। পছন্দের (নেতা/ক্ষেতা/অভিনেতা অথবা যার কাছ থেকে টাকা খেয়েছেন এমন কেউ) যা বলতে পারেন নি কিংবা বলার যোগ্যতা/ক্ষমতা রাখেন না, তা তারা ছেপে দেন। কবির কলম কথা বলে রে..., আমার এ বন্ধু বলত, আমি বলতাম চামচামি। আজকালকার শিক্ষকরা যে মেধা বিলান তাও টাকার হিসাবে ক্রেডিট বাই ডেবিট সমান সমান ওজন বহন করে। দেশ আজ মিলাদ আর মসজিদে দানের মধ্যে সীমাবদ্ধ ( হোক না তা চুরি/বাটপারির টাকা ঈমাম সাহেব টাকা পেলেই খুশি) টাকা পেলে খুশি পথের ভিক্ষারী আর সাংবাদিক/লেখক (হোক না চোর,দূর্নীতিবাজ কিংবা দালাল পশু) ছাপতে পারেন ইচ্ছামত। কলমের উপর ট্যাক্স থাকলে দেখতেন লেখালেখি পেছন দিক দিয়ে গ্যাষ্টিকের হাওয়া ছাড়তে ছাড়তে পালাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।