আমাদের কথা খুঁজে নিন

   

আধা-আধির দলিল

সুখীমানুষ

১ম স্বাক্ষী : তুমি ...............................................১ম পক্ষ : আমি ২য় স্বাক্ষী: আমি ...............................................২য় পক্ষ : তুমি জন্মসূত্রে আমার আমি প্রণয়সূত্রে তোমার তাই নিজের উপর মালিকানা সম্পূর্ণ দাবি করিনা আর। দলিল করে দিচ্ছি লিখে প্রাপ্য তোমার যত যা দিলাম, তা চীরতরেই তোমার খরচ করো নিজের ইচ্ছামত। দিনের আমার অষ্টপ্রহর রইলোনা আর আট চারটি প্রহর রইলো নিজের বকী চার তোমার বাট। সিদ্ধান্তও বলো নিজের মত আর কিভাবে নেই! আধেক যদি নিজের ইচ্ছায় বাকী আধায় তোমার গুরুত্ব দেই। নিজের প্রতি যত্ন/অবহেলার সবটুকু ভার রইলোনা আর একার, আধেক ইচ্ছা আমার মত বাকী আধেকে প্রভাব তোমার। রাতের আকাশ দেখতে যদি খুব বেশী সাধ হয়, দু'টি চেয়ার রাখবো পাশাপাশি ইচ্ছা হলে এসো, না হলে নয়। বৃষ্টি ধরার ইচ্ছেটুকুও রাখলামনা নিজের মালিকানায়, যদি বলো তবেই জেনো বৃষ্টি ধরতে যাবো জানালায়। আধাআধির দলিল করে দিলাম আমার সবে তোমার মালিকানা, তোমার উপর নিজের চেয়েও বেশী ভরসা তাই দলিল করে ঐ চরণে তুলে দিলাম সম্পূর্ণ হৃদয়খানা। ২১/৮/০৮, রাজশাহী থেকে ঢাকার রেল পথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।