সময় হারিয়ে যাচ্ছে, কিন্তু.......................
আমাদের বাজেটের জন্য যে পরিমান অর্থের দরকার হয় তার অনেকটাই যোগান দেয় আমাদের রাজস্ব বোর্ড। আর এ কারণেই আমাদের অর্থনৈতিক দিক থেকে জাতীয় রাজস্ব বোর্ড একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছে। কিছুদিন আগে আমাকে অফিসের কাজে এন বি আর অফিসে যেতে হয়েছিল একটি সার্কুলারের (এস.আর.ও) ব্যপারে খোজ খবর নেওয়ার জন্য। যদিও সেটি ছিল অনেক আগের একটি সার্কুলার। তো প্রথমেই তাদের অভ্যর্থনা কেন্দ্রে আমি আমার বিষয়টি তাদের জনালাম।
তারা আমাকে একজন ২য় সচিবের নাম বলল এবং এও কনফার্ম করল যে ঐ সার্কুলারটি পাওয়ার সম্ভাবনা খুব কম। যাক, তাদের কথামত আমি ঐ ২য় সচিবের কাছে গেলাম, তিনি আমার কাগজপত্র দেখে বললেন এটা তার ডিপার্টমেন্টের কাজ না। তিনি আমাকে অন্য আরেকজনের নাম বললেন। পরবতীতে আমি ২য় জনের কাছে গেলাম। তিনি সবকিছু দেখে বললেন আপনি থার্ডফ্লোরে অমুক অফিসে যোগাযোগ করেন।
আমি তার কথামত ঐ অফিসে গেলাম কিন্তু ভাগ্য খারাপ কারণ ঐ অফিসে যে ভদ্রলোক বসতেন তিনি ট্রান্সফার হয়েছেন অন্য ডিপার্টমেন্টে। যাক অনেক খোজা-খোজি করার পর ঐ লোককে পাওয় গেল তিনি জানালেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। তখন তিনি আমাকে একজন সহকারী সচিবের নাম বললেন। আমি ঐ সচিবের কাছে গেলাম তিনি অনেক চিন্তাভাবনা করে বললেন আপনি অমুক সাহেবের কাছে যান, এটা আমার ডিপার্টমেন্টের কাজ না। ওনি যেই সাহেবের নাম বললেন তিনি হচ্ছেন প্রথমে আমি যার সাথে দেখা করেছিলাম সেই ভদ্রলোক।
আমি ওনার অফিস রুমে ঢুকা মাত্র ওনি আমাকে বললেন আপনি আসলে চাচ্ছেন টা কি? এত ডিষ্টার্ব করছেন কেন? আমি বল্লাম ওমক সাহেব আপনার কাছে পাঠিয়েছেন কারণ এটা আপনার ডিপার্টমেন্টের কাজ। ওনি রাগত স্বরে বললেন "আমি এই ব্যাপারে কিছুই জানিনা , আপনি এখন আসতে পারেন" ।
আমার কথা হলো আমরা সবাই তো খারাপ না। এই ধরনের কিছু কর্মকর্তার জন্য আমরা কেন সাফার করব? সবার জন্যইতো আইনের প্রয়োগ আছে, কিন্তু দেশ সেবার শপথ নিয়ে যারা জনগনকে সেবা দেওয়ার পরিবর্তে নিজের লাভ লোকসান নিয়ে ব্যাস্ত থাকে তাদের জন্য কি সত্যিকার অর্থে আইনের কোন প্রয়োগ আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।