আমাদের কথা খুঁজে নিন

   

শুভ বুদ্ধির উদয় হউক

সুরের সাথে সুর মেলাও...

আমার এই পোষ্ট টি প্রতিক্রিয়ামূলক, কিন্তু কোন অভিযোগ নয়। আলাদা করে আমাকে হয়ত পোষ্ট লিখতে হত না, যদি না তিনি আমকে মন্তব্য করতে ব্লক করতেন। বিডি আইডল নামে একজন ব্লগার একটি পোষ্ট লিখেছিলেন। যেখানে শিরোনাম ছিল কিছু ব্লগারকে উদ্দেশ্য করে থ্রেট টাইপ। আমি মন্তব্য করলাম, সেই ব্যাপের। উনি আমারটা সহ বেশ কয়েকটি মন্তব্য মুছে দিলেন এবং আমাকে ব্লক করলেন মন্তব্য করা থেকে এবং শেষে উনার পোষ্টের শিরোনাম পরিবর্তন করলেন ঠিকই। ততক্ষনে তার পোষ্টে আনেকগুলো মাইনাস পড়ে গেছে। এখন উনি পোষ্টের শিরোনাম পরিবর্তন করে সাধু সেজেছেন, কিন্তু মাইনাসগুলো আর কমাতে পারলেন না। একটু সহনশীল হউন... শুভ বুদ্ধির উদয় হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।