আমাদের কথা খুঁজে নিন

   

সিক্স ইডিয়ট'স..........(১ ম পর্ব)

ভাল কিছু লিখার প্রত্যাশায় লিখি.. কিভাবে যে শুরু করি সেটাই তো বুঝতেছিনা। সে যাই হোক আগে ইডিয়টদের পরিচয় দেওয়া দরকার। সিক্স ইডিয়টের মধ্যে থ্রি ইডিয়ট'স মৃত/ বিবাহিত। বাকি থ্রি ইডিয়ট'স জীবিত বা অবিবাহিত। বিবাহিত ইডিয়টরা হল : শাকিল ভাই, মাহামুদ নাবী ভাই, আর স্বাদী ভাই।

অবিবাহিত ইডিয়টরা হল: সালেহ ভাই, মাসুদ ভাই, আর আমি। তো যা বলছিলাম এক্সিকিউটিভ এম.বি.এ এর প্রথম ক্লাস। ভালই লাগছে, বিভিন্ন বয়সের বিভিন্ন টাইপের স্টুডেন্ট এখানে। সবাই বেশ ফুরফুরা মেজাজে বসে আছি ক্লাসে। অনেক দিন পরে আবার ক্লাস করা ।

একটা অন্যরকম ফিলিংস। সবাই অপেক্ষমান ক্লাস টিচারের জন্য। প্রথম ক্লাস তাই টিচার ও পরিচিত নয়। একজন ভদ্র মহিলা প্রবেশ করলেন। সবাই জাস্ট চেয়ার থেকে হালকা একটু উঠে সম্মান জানানোর ঢং করলেন।

কিন্তু একি তিনি এসে আমাদের পিছনে খালি একটা চেয়ারে বসে পরলেন। সবাই একটু নড়াচড়া দিয়ে আবার স্থির হল। আর বুঝতে বাকি রইল না যে তিনিও আমাদের মত হতভাগা এক্সিকিউটিভ কাম স্টুডেন্ট। যেহেতু এটা এক্সিকিউটিভ এম.বি.এ তাই বয়সের কোন ব্যাপার নাই। একজন ভোকাল দিল পেছন থেকে "ব্যাপার না"।

মেয়ে ছাত্রীর সংখ্যা কম। বুকটা কেমন যেন খালি খালি লাগছে। সবার প্রত্যাশা আরো কিছু মেয়ে আসুক এই সেকশনটায়। কিছুক্ষন পর একজন সুন্দরী ইয়াং মেয়েকে আসতে দেখলাম। সালেহ ভাই মেয়েটিকে দেখে পেছন থেকে একটা খালি চেয়ার পাশে টেনে নিলেন।

যেন মেয়েটি তার পাশের চেয়ারে বসেন। একটু বেশী সুন্দরী হওয়ায় সাবার দৃষ্টি মেয়েটির দিকে। সবাই যার যার চেয়ারে বসে পার্ট নেওয়ার চেষ্টা করল। শাকিল ভাই বিবাহিত হলে ও মাথায় হাত দিয়ে চুল ঠিক করার পার্ট নিল। মেয়েটি সবাই কে অবাক করে লেকচার ডেক্সে এসে বলল " হ্যালো " আই এম সেজুথি. আই উইল টেক ইউর বিজিনেস ম্যানেজমেন্ট ক্লাস" সবাই এবার চুপ।

সবাই তাদের ভুল বুঝতে পারল যে এই মেয়েই আমাদের ক্লাস টিচার। সবাই কে তাদের নাম সহ কোথায় চাকরী করছেন জানতে চাইলেন। পরিচয় দেওয়ার সময় মাহমুদ নবী ভাইকে দেখলাম খুব পার্ট নিয়ে বলল " আই এম মাহমুদ নবী, " আই এম সারভেয়িং এজ এ মেনেজার আ....আ......আ.......বুঝলাম মেডামের সৌন্দর্যে তিনি কম্পানির নাম ও ভুলে গেছেন। পাশের চেয়ারে বসা মাসুদ ভাই কম্পানির নাম মনে করিয়ে দিলেন। পরিচয় পর্ব শেষ করে ক্লাসের সি. আর নির্বাচিত হলাম আমি।

সবার দিকে আর চোখে একবার তাকালাম। মেডাম আমাকে কাছে ডেকে উনার পারসনাল মোবাইল নাম্বার দিলেন। আর এটাও মনে করিয়ে দিলেন যেন কারো সাথে মোবাইল নাম্বারটা শেয়ার না করি। যাই হোক বাকি ক্লাসটা একশ একশ পার্ট নিয়ে শেষ করলাম হে হে..... (চলবে) উৎসর্গ: আমি বাদে বাকি পাঁচ ইডিউট'স কে........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।