সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
।
আজ তথাকথিত দেশ নেত্রী খালেদা জিয়ার জন্ম দিন । কি অবাক হচ্ছেন ? কয়েক দিন আগেই না তার জন্মদিন পালন করা হলো, আজ আবার কিসের জন্ম দিন ? হ্যাঁ আমাদের এই মহান নেত্রী ১৯৪৪ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত পাঁচ বার জন্ম গ্রহন করে এই বিশ্বভ্রমান্ডকে গৌরময় করে তুলেছেন ।
১) উনি ১৯৪৪ সালের ৪ ই আগষ্ট প্রথম এই পৃথিবীতে প্রথম আগমন করেন । তা তিনি তার মেরিজ সার্টিফিকেটে উল্ল্যাখ করেছেন ।
২) এর পর ১৫ ই আগষ্ট ১৯৪৬ সালে আবার তিনি এই পৃথিবীতে আগমন করেন ( কবে কিভাবে পৃথিবী থেকে পিরে গিয়েছিলেন তা জানা যায়নি ) তা তিনি তআর ভোটার রেজিষ্টারে উল্ল্যেখ করেছেন ।
৩) এর মাত্র ২০ দিন পর ৫ সেপ্টেম্বর ১৯৪৬ তিনি আবার পৃথিবীতে পদার্পন করেন বলে তার এস এস সি'র সার্টিফিকেটে উল্ল্যেখ করেন( যদিও জাতি জানে খালাম্মা জিয়া এইট পাশ )।
৪) এর পরের বছর অর্থ্যাৎ ১৯৪৭ সালের ১৫ আগষ্ট তিনি আবার এই পৃথিবীকে ধন্য করতে আগমন করেন। তা তিনি তার প্রেস সেক্রেটারির মাধ্যমে প্রেসকে জানিয়েছিলেন ।
৫) এর ৪ দিন পর অর্থ্যাৎ ১৯৪৭ সালের আজকের এই দিনে এই মহামানবীএই পৃথিবীতে শেষবারেরমত আগমন করেন বলে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ রেজিষ্টারে উল্ল্যেখ করেন ।
আসুন আপোষহীন নেত্রী ( জামাত ও পাকিদের সাথে আপোষকামী) খালাম্মা জিয়াকে দলে দলে জন্মদিনের শুভেচ্ছা জানাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।