আমাদের কথা খুঁজে নিন

   

"চোর নিঃস্ব করেছে আমায়, কি নিঠুর ছলনায় !" শনি আমার চারপাশে ঘুরাফেরা করছে ।

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

শুক্রবার বাড়ি যাওয়ার পথে চোর বাবাজি আমার দুইটা মোবাইল, ATM কার্ড, ১৫০০ টাকা নির্দয়ভাবে লইয়া গেল । আমারে ফতুর কইরা দিয়া গেল । ভাইয়া বলে "যা গেছে গেছে তা নিয়া দুঃখ করতে নাই । " কিন্তু আমার কস্ট কি আর কমে ? রাইতে ঘুমাইলেও মোবাইল স্বপ্ন দেখি ।

আমার দুঃখ কোথায় রাখি ? কি আনন্দের সাথে বাড়ি যাচ্ছিলাম ? আর আনন্দ কোথায় গিয়া লুকাইল ? এখন সিম উঠাইলেও আমার হারিয়ে যাওয়া নাম্বারগুরো ফিরে পাব না । আমার বেশি কষ্ট নাম্বারগুরোর জন্য । আমি এই নিয়া গ্রামীন সীম ৬ বার হারাইরাম ৬ বার উঠাইলাম । ওই ব্যাটা আমার কাছে থাকতে চায় না । তাই ভাবছি এত পছন্দের নাম্বার টা তাবীজ বানাইয়া গলায় ঝুলাইয়া রাখব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।