আমাদের কথা খুঁজে নিন

   

তেল-গ্যাসের মজুদ ও একটি কৌতুক

সাগর সরওয়ার

পৃথিবী জুড়ে এখন তেল গ্যাসের মজুদ নিয়ে নানা আলোচনা। বেশ কয়েকদিন আগে আমার সঙ্গে কথা হচ্ছিলো সৌদী আরবের অন্যতম তেল কোম্পানি আরএমকোর প্রেসিডেন্ট আব্দুল্লাহ এস জুন্নাহর সঙ্গে। একটি অনুষ্ঠানের ফাকে তাঁকে প্রশ্ন করে বসলাম : তেল গ্যাসের মজুদ ফুরিয়ে যাবার যে কথা বলা হচ্ছে তা কি ঠিক? তিনি একটু হেসে বললেন :“ভীত হবেন না। আপনারা পৃথিবীর তেল গ্যাস সম্পদের যে মজুদের কথা জানেন, পৃথিবীতে এর চেয়ে অনেক অনেক বেশী মজুদ রয়েছে। ফলে পৃথিবীর ফসিল ফুয়েল শেষ হয়ে যে আশঙ্কার কথা বলা হচ্ছে তা আর সত্য নাও হতে পারে।

” তাঁর হিসাবে পৃথিবীতে তেলের মজুদ রয়েছে ১৩ থেকে ১৪ ট্রিলিযন ব্যারেল। তিনি বললেন, এই মজুদের মধ্যে এ পর্যন্ত মাত্র ১.১ ট্রিলিয়ন ব্যারেল ব্যবহার করা হয়েছে। আমি বাংলাদেশের কথা ভাবছি। আমাদের গ্যাসের যে মজুদ রয়েছে, তাও শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রায় ১২ বছর জ্বালানি খাতের উপর রিপোর্ট করেছি।

দেখেছি অনেক কিছু, লিখেছি, খুঁজেছি, প্রমাণ করেছি বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর, পজিটিভ নিউজও। ২০১৫ সাল নাগাদ চলবে আমাদের গ্যাসের মজুদ। এরপর কি হবে? আমাদের কয়লা রয়েছে। নানা বির্তকও রয়েছে কয়লা উত্তোলনের ইস্যু নিয়ে। আমার মনে হয়, এখন সময় এসেছে একটি সিদ্ধান্ত নেয়ার।

ভালো সিদ্ধান্ত। কয়লা আমাদের তুলতেই হবে। কাকে দিয়ে তোলা হবে, কারা তুলবে, দেশী না বিদেশী কোম্পানি তা দ্রুত ফয়সালা করুন। আর নতুন নতুন স্থানে গ্যাস খুঁজতে থাকুন। খুবই খটমটে লেখা লিখলাম।

এবার একটি কৌতুক বলি হঠাৎ করে একটি গ্যাস কূপে আগুন লেগে গেলো। আগুন মানে ব্লো আউট। শহর থেকে বড় সরকারী কর্মকর্তা এলেন। এসেই খোঁজ নিতে শুরু করলেন। জিজ্ঞাস করলেন : তোমাদের প্রজেক্ট ম্যানেজার মানে হেড ইঞ্জিনিয়ার কোথায়? : স্যার উনি ফিশিং এ গেছেন।

: কি বললে, ফিশিং এ গেছে? আর এদিকে আগুন লেগে সব পুড়ে ... কোথায় সে আমাকে নিয়ে চলো, ও ব্যাটার চাকরি থাকার কোন প্রয়োজন নেই। ইতিমধ্যে তিনি তারও উপরোস্থ কর্মকর্তাকে জানিয়ে দিলেন ফিশিং এর কথা। এরপর হাটতে শুরু করলেন। বড় সাহেবকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দ্রুত আগুনের উৎপত্তি স্থলের কাছে যাচ্ছেন।

তিনি পুকুর বা নদী খুঁজছেন। বিরক্ত হয়ে বললেন, : কোথায়... : স্যার ঐ যে একটি লোককে দেখছেন কাজ করছেন তিনিই আমাদের স্যার। লোকটির কাছে গিয়ে বেশ ধমকের সুরে বড় সাহেব বললো : আপনি নাকি মাছ ধরছেন, মানে ফিশিং? : আপনি ঠিকই শুনেছেন। আগুন লাগার পর কুপের লগিং তোলারই কাজ করছি আমি। এটা না তুলে নিলে আগুন আরও ভয়াবহ হতে পারে।

: তাহলে যে আপনার লোকেরা বললো আপনি ফিশিং এ : তারা ঠিকই বলেছে, একেই ফিশিং বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।