নিহন
[
যদি জানতাম সেদিন মাগো
আমাদের সেই তুমি ,
আমাদের ছায়ামনি ,
চলে যাবে আমাদের ছেড়ে চিরতরে।
হারিয়ে যাবে অনেক দূরে ।
যদিও জানতাম পারতাম না কিছু করতে
পারতাম শুধু শেষ সময়টকু মাগো
তোমায় জড়িয়ে ধরে থাকতে ।
তুমি যখন শুয়ে ছিলে হাসপাতালের
সাদা এক বিছানায় ।
কতোজন দেখতে আসে নিয়ে আসে ,
কতো খাবার খেতে দেবে তোমায় ।
সে খাবার তুমি না খেয়ে মা
সবার অজান্তে তুলে দিতে
তোমার খোকাদের মুখে।
যদি জানতাম সে দিন মাগো
আমাদের সেই তুমি ,
আমাদের ছায়ামনি,
তোমায় চিরতরে হারাতাম
নিতাম না তোমার দেয়া সে খাবার মুখে তুলে।
থাকতাম সুধু শেষ সময়টুকু
মাগো তোমায় জড়িয়ে ধরে ।
আজ ১৭ আগষ্ট,আমার মায়ের মৃত্যুবার্ষিকী
আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।