বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
কারো কি মনে আছে? সেই দগদগে ক্ষত'র কথা। ওহ! কি বিভৎস। হ্যাঁ সেই ১৭ই অগাষ্ট। আজ থেকে তিন বছর আগের ২০০৫ এর ১৭ই অগাষ্ট।
দাঁত খিচিঁয়ে চিৎকার করে উঠেছিল সেই কিছু নরপুশ। আহত হয়েছিল বাংলাদেশের ইতিহাস। আঘাত হেনেছিল আমাদের সত্ত্বায়। কিন্তু হায়নাগুলো শেষ পর্যন্ত বিড়ালে পরিনত হয়েছিল।
বাংলাদেশের মুন্সিগঞ্জ ছাড়া ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল একই সময়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।
শুধু বোঝাতে চেয়েছিল যে ওরা কতটা শক্তিশালী এবং সবকটি জেলায় এক সাথে বোমা বিস্ফোরনের অর্থ হলো ওদের নেটওয়ার্কের বিস্তৃতি কতটা সেটা বোঝানোর জন্য। হ্যাঁ মানুষ ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়েছিল ঠিকই কিন্তু আমাদের চেতনার কাছে ওদের ভঙ্গুর মনোবল কিছুই না।
ওরা প্রত্যেকটি বোমা হামলার জায়গায় ওদের লিফলেট ছড়িয়ে ছিটিয়ে দেয়। তাতে ওদের নোংরা উদ্দেশ্য লিখা ছিল। আহা! কত মানুষের ক্ষতি করেছিল।
তা ভাবতেই খারাপ লাগে। ওরা আঘাত করতে চেয়েছিল আমাদের আইনকে আর মানবতাকে।
ওরা কিভাবে কোমলমতি ছেলেদের কবজা করেছিল যে তারা আত্মাহুতি দেবার জন্য ছিল প্রস্তুত। আমার মনে আছে বোমা চার্জকারী একটা ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল, "সে কেন এ কাজ করেছে?" তার বাড়ী ছিল চাপাঁইনবাবগঞ্জ। সে উত্তরে বলেছিল, আল্লাহ নাকি তাকে বলেছিল এই কাজ করতে, এই কাজ করলে পরকালে বেহেস্ত পাওয়া যাবে।
কতটা ফেরোশাস ভাবে তৈরী করা হয়েছিল তাদের!
এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই শক্তির বিরুদ্ধে। কোনভাবেই এদের প্রশ্রয় দেয়া যাবে না। এরা যেন কখনও মনে করতে পারেনা যে এরা যা খুশি তাই করতে পারে। সমূলে উৎপাটন করতে হবে। এই হোক আমাদের বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।