আমাদের কথা খুঁজে নিন

   

শ্রুতি-প্রতি-বিশ্রুতি

অভিজিৎ দাসের লেখা ও অন্যান্য বিষয়াবলি

যা কিছু বিরহের চিহ্ন রয়ে যায়-অবয়ব হতে খসে পড়া একটি দুটি ব্যথাতুর দৃশ্যরাগ-ধ্বনিময় পিপাসা সংবেদ ! তোমাতে সমর্পিত হল এসে ধমণির অসহ প্রবাহ,অনুরাগ এই গতিময় চেতনযাত্রায় বেদনা তাড়াতে অপারগ আমার মজুদকৃত আনন্দরাশি ব্যর্থতার ক্লেশে ঝিমোয় বসে আমাদের দূরবর্তী সম্পর্ক চৌকাঠে, সকল খুনসুটির মধ্যে একটি দণ্ডায়মান আলপিনের দৃঢ়তা আরোপ করে যতটা নিরাপদ হলে ঘুমোতে যাও-আমি পতঙ্গস্বভাবে কেটে দেই তোমার শিথানে ছড়িয়ে থাকা অবিন্যস্ত স্বপ্নজাল! নিয়মানুগ বিরহকাতরতা ছিলনা তাই তরল স্বপ্নেরা মাথার ভেতর যে প্রবাহে নেমে আসে তার গতিমুখ উর্ধ্বগামী তবু বাস্পীভূত বেদনার মেঘে তোমারও আকাশ ঢেকে গেলে আমি ফের দখিন হাওয়ার বেশে মেলে দেব হা-খোলা মেঘের দুয়ার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।