আমাদের কথা খুঁজে নিন

   

আজ পবিএ লাইলাতুল বারাত

মানুষ মানুষের জন্য

প্রসিদ্ধ হাদীস গ্রন্ত ''ইবনে মাজাহ ''শরীফ এ আছে -হযরত আলী(রাঃ) হতে বণীর্ত মহানবী (সঃ) ইরশাদ করেন -যখন শাবানের ১৫তম রাতের আগমন ঘটে তখন তাতে কীয়াম /ইবাদত কর আর দিনে রোযা রখ ।নিঃসন্দেহে আল্লাহ তাআলা সুর্যাস্তের পর থেকে ১ম আসমানে বিশেষ তজল্লী (ঔজ্জল্য )বষর্ণ করেন এবং বলেন -কেউ আছে কি আমার নিকট ক্ষমা প্রার্থনা কারী ? তা আমি ক্ষমকরে দেবো ।কেউ আছে কি জীবিকা প্রার্থনা কারী ?তাকে আমি জীবিকা দান করবো ।কেউ আছে কি মুসিবত গ্রস্ত ?তাকে আমি তা থেকে মুক্তি প্রদান করব ।কেউ এন আছে কি ?সূর্য উদয় হওয়া পর্যন্ত এরুপ বলতে থাকেন ।{সুনানে ইবনে মাজাহ.২য় খন্ড .১৬০পৃষ্টা .১৩৮৮ নং হাদীস ইসলামে শবে বরাত হল একটি মহা মার্জনার রজনী। মুয়ায বিন জাবাল (রঃ) হতে বর্ণীত ।তিনি নবী (সাঃ) হত বর্ণনা করেন যে-রাসুল (সাঃ) বলেছেন আল্লহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দা দের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণ কারী ব্যক্তি ছাড়া তার পকল বান্দাকে ক্ষমা করে দেন । এই মহান রজনীতে আমরা যেন নিজের পাপ মোছন করতে পারি। আমীন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।