www.runews.weebly.com
আজ অফিসে এসেই ঈশপের একটা গল্প মনে পড়ে গেল। অনেকেই হয়তো জানেন , তারপরও আপনাদের জানানোর লোভ সামলাতে পারলাম না।
এক বাপ ও ব্যাটা বাড়ির গাধাটাকে সাথে নিয়ে বাজারে যাচ্ছিল। দুজনেই হেটে হেটে গাধাটাকে হাটিয়ে নিয়ে যাচ্ছিল। পথে কিছু লোক দেখে হাসতে হাসতে বলল, কি বোকা দেখ, গাধাটা থাকতে দুজনই হেটে যাচ্ছে।
আরে বাপু হেটেই যদি যাবি তো গাধার দরকার কি!
বাবা শুনে ভাবলো ঠিকই তো। সঙ্গে সঙ্গে সে ছেলেকে গাধার পিঠে চড়িয়ে দিল। একটু যাবার পর আর একদল লোকের সাথে দেখা। তারা বলল, গাধার পিঠের গাধাটাকে দেখ। এতবড় বুড়ো হাবড়া ছেলে আরামে গাধার পিঠে চড়ে আছে আর বেচারা বাবা হেটে যাচ্ছে।
বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে নামিয়ে নিজে চড়ে বসলো গাধার পিঠে। একটু যেতেই কয়েকজন মহিলার সাথে দেখা। একজন বললেন, দেখ মিনসের কান্ড। ছেলেকে হাটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরামে চড়ে আছে গাধার পিঠে। এমন পাষন্ড বাপও হয়!
বাবা স্বভাবতই লজ্জা পেলেন এবং তিনি ছেলেকেও গাধার পিঠে তুলে নিলেন।
একটু যেতেই কিছু লোকের সাথে দেখা। তারা তো রীতিমত চিৎকার এবং গালাগালি শুরু করে দিল। বপ-ব্যাটাকে বলল, তোমাদের লজ্জা করেনা। এতটুকু একটা গাধার পিঠে দু'জনই বসে থাকতে। ওরতো প্রাণ আছে নাকি?
এবার দুজনই নেমে পড়লো।
বাকি সবার কথা ভেবে নতুন একটা বুদ্ধি বার করলো। গাধাটার চারপা দড়ি দিয়ে বেধে মাঝে একটা বাঁশ দিয়ে গাধাটাকে কাধে নিয়ে চলল বাজারের দিকে। ক্রমেই বাজারেরর ব্রীজের কাছে এসে পড়লো। বাপ-ব্যাটার এ কর্মকান্ড দেখে লোকজন হাসাহাসি শুরু করলো। এ দেখে গাধাটা ভয় পেয়ে হাত-পা ছুড়ার চেষ্টা করতে লাগলো।
এক পর্যায়ে দড়ি ছিঢ়ে গাধাটা পানিতে ডুবে মারা গেলো। বাপ-ব্যাটা মাথায় হাত দিয়ে বসে রইলো।
শিক্ষা: সবাইকে খুশি করা যায় না।
গল্পটির ইংরেজী সংস্করণ পেতে
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।